ঝুটন দত্তের তিনটি কবিতা

সাহিত্য ডেস্ক
সাহিত্য ডেস্ক সাহিত্য ডেস্ক
প্রকাশিত: ০৯:৪৫ এএম, ২৮ ফেব্রুয়ারি ২০২৩

উদাস জীবনের গান

জীবনটা ধানী জমির মতো,
কেইল দিয়ে চারা রোপণ করতে চেয়েছিলাম।
কিন্তু এলোমেলো ও যত্নহীনতায় বৃদ্ধি পেয়েছে কেবল আগাছা;
এখন বিরানভূমিতে পরগাছার মতো দাঁড়িয়ে খাঁ খাঁ রোদ্দুর।

হয়তো পরিচর্যা করলে মিলতো সোনার ফসল,
অনুর্বর জমিন হয়ে উঠতো সবুজময়।

****

তৃষ্ণার্ত মন

তোমার জন্যই প্রতীক্ষায় ছিলাম,
কুড়িটা বছর তোমারই জন্য ভিজেছে চাতক মন বৃষ্টির জলে।
তুমি এক নির্জন গভীর নদী,
ঝড়ে ভেঙে পড়া আমি এক অচীনবৃক্ষ;
তবুও, গাছ হয়েই জন্মাতে চাই আজন্ম তোমার তীরের বনভূমিতে।

****

অনুক্রম

এই অদ্ভুত সন্ধ্যায় নিজেকে বড্ড অচেনা লাগে;
এইসব শীতল দিনে ফুলের স্পর্শ বা গন্ধ নেই কোথাও,
দিন ফুরিয়ে গেলেও বৈকালিক রোদের চাদরে এতটুকু উষ্ণতা জমা নেই।

আমাকে সঙ্গে নিয়ে পাথর শিয়রে ঘুমিয়ে আছে অনাদি কালের রাত,
তবুও সকাল হয়, মরা নদী ডেকে যায়।

এসইউ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।