জান্নাতুল নাঈমের কয়েকটি কবিতা

সাহিত্য ডেস্ক
সাহিত্য ডেস্ক সাহিত্য ডেস্ক
প্রকাশিত: ১২:০০ পিএম, ২৩ ফেব্রুয়ারি ২০২৩

তোমায় কাছে পেলে

আমি তোমার কাছে গেলে শিশু হয়ে যাই
গোছানো কথারা অগোছালো হয়ে যায়
কাঁপা গলায় কথাগুলো অস্পষ্ট হয়ে পড়ে
আমার যা কিছু তোমায় সব বলে ফেলি
গোপনীয় দুঃখ, ব্যথা, কান্না সব যেন তোমার
কেবলি তোমার কাছে আমি খোলা বই হয়ে যাই।

আমি তোমায় কাছে পেলে শিশু হয়ে যাই
তোমার কঠোরতায় শ্রাবণধারার মতো অশ্রু ঝরে
তোমার সমস্ত নির্দেশনা মাথা পেতে নিই
তোমার শাসন যেন সুখ হয়ে দাঁড়ায়
আমার যা অপ্রকাশ্য তা-ই প্রকাশ হয়ে যায়
কেবলি তোমাকে কাছে পেলে কবিতা হয়ে যাই।

আমি তোমার কাছে গেলে পুরোটা তোমার হয়ে যাই
আমি তোমায় কাছে পেলে সমস্ত সুখ খুঁজে পাই।

****

অভিনয়

ইদানীং আমি ভয়ংকর মিথ্যা বলা শিখে গেছি
সবটুকু তোমার জন্যই,
তোমার ভয়, সংশয়, চিন্তা উড়িয়ে দেবার জন্য
আমি এখন নাটকের মঞ্চ হয়ে উঠি
আমি এখন অভিনয় ধারণ করি
আমি তোমাকে ভুলে গিয়েছি
ইদানীং কথাদের মিথ্যায় ভেসে যাচ্ছি।

ইদানীং সুখে থাকার অভিনয় শিখে গেছি
সব যেন তোমার জন্যই,
তোমাকে আশ্বস্ত করার জন্য
যেন পুরোদমে অভিনয়শিল্পী হয়ে যাচ্ছি
মুখোশের অন্তরালে রোজ তোমার জন্য পুড়ে যাই
এ যেন গ্রীষ্মের পোড়া শস্যের মতোই
ইদানীং আমি সুখের অভিনয়ে ভেসে যাচ্ছি।

****

আকস্মিক

সেদিন এক পথিমধ্যে তোমায় দেখেছি
চোখে জলে একাকার হয়ে রক্তিম জবা ফুল ফুটেছে
ক্লান্তি, ব্যস্ততা, জনসমুদ্রে হাজার মুখের ভিড়ে তোমাতেই ডুবেছি
তোমার মুখ, চোখ, হাঁটা মুহূর্তেই মুখস্থ করেছি
যদি আর কখনো দেখা না হয়
আমি আকস্মিক তোমাতেই ফিরে যাবো।

সেদিন আকস্মিক তোমায় জনসমুদ্রে দেখেছি
হৃৎপিণ্ডের সংকোচন প্রসারণ বেড়ে গেলো
হাত, পা, শরীর অবসন্ন হয়ে যাচ্ছিল
তোমার চলে যাওয়ার দিকে তাকিয়ে,
এক অদ্ভুত অনন্যশৈলী সময় কাটিয়েছি
যদি আর কখনো দেখা না হয়
বারবার সেই দিনটায় ফিরে যাবো।

আমি বারবার তোমার প্রেমে ফিরে যাবো
আমার রেখে দেওয়া ভালোবাসায় তোমাকেই চাইবো
তুমি যে অনন্তকালে এক জনসমুদের প্রেম
যা বহমান-
একজীবনে তা শেষ হওয়ার নয়।

এসইউ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।