অনিন্দ্য নূরের বৈশাখের দুটি কবিতা

সাহিত্য ডেস্ক
সাহিত্য ডেস্ক সাহিত্য ডেস্ক
প্রকাশিত: ০৩:৫৬ পিএম, ১৪ এপ্রিল ২০২৪

বৈশাখের রশ্মি
অনন্ত নৈঃশব্দের ব্যঞ্জনায় তোমায় দেখি-
শুভ্র প্রভাত থেকে পঙ্কিল প্রহর কাটে অবিরত
পাঁজরে বেঁধে রাখি পার্থিব স্রোতের পেন্ডুলাম
এ আমার আদিগন্ত জীবাশ্মের যতি চিহ্ন!
নক্ষত্রের আলিঙ্গনে দেহ ভেলা দুরন্ত উন্মাদ
জগতের ধাঁধাঁ-ভেলকিতে পরিশ্রান্ত প্রাণ
ভেতরে এক অন্ধ গুহায়-ঘুমিয়ে মানব জাতি
পাপে গোগ্রাসে সরোবর-নিষিদ্ধ শরাব।
চারিদিকে চোখে চোখে অদ্ভুত অন্ধকার
ভঙ্গুর মেরুদন্ড নিয়ে উঁকি দেয় অলৌকিক দৃষ্টি
কল্যাণকর সব বিষিয়ে উঠছে বিষম ঝড়ে।
‘এবার প্রাণের আলোয় ভস্ম হবে অন্ধ সূর্যের রশ্মি।’

বৈশাখের ঝড়ের বুক
তোমার সাথে আমার অনন্ত বৈরীভাব-
প্রেমহীন হৃদয়ে যতই হানো দোর্দন্ড ঝড়ের প্রতাপ!
তুমি তৃষ্ণা আমি জল তুমি সাহারা ভূমি আমি শত উৎপল তুমি দুর্মর লণ্ডভণ্ড আমি প্রেম আলিঙ্গন।
তপ্ত নিঃশ্বাসের প্রণয়ে বাড়ছে চুম্বনের লেনদেন।
তুমি নিশ্চুপ তান্ডবলীলার ভিসুভিয়াস নিরবতা
আমি না হয় উন্মাদ সূর্যগ্রহণের নীল প্রেমের প্রখরতা!

কেএসকে/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।