শাহানাজ শিউলির ছড়া: বইয়ের ঘ্রাণ

সাহিত্য ডেস্ক
সাহিত্য ডেস্ক সাহিত্য ডেস্ক
প্রকাশিত: ০২:২৬ পিএম, ১১ জানুয়ারি ২০২৫

নতুন বইয়ের নতুন পড়া
আছে নতুন ঘ্রাণ,
নতুন নতুন গল্প-ছড়া
জাগায় নতুন প্রাণ।

প্রত্যাশারা স্বপ্ন খোঁজে
বইয়ের গভীর পাতায়,
বইপোকারা সুবাস ছড়ায়
নতুন জীবন গাঁথায়।

জ্ঞানী-গুণীর জ্ঞানতৃষ্ণা
আলো হয়ে জ্বলে,
বইয়ের গভীর অন্তরালে
স্বপ্ন কথা বলে।

স্বপ্নগুলো ছুঁইতে গেলে
পড়তে হবে বই,
বই হবে তাই বন্ধু পরম
সবার মনের সই।

নতুন বইয়ের পরশেতে
দূর হবে সব কালো,
পান করলে বইয়ের সুধা
জগৎ হবে আলো।

এসইউ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।