সাহিত্যে গ্লোবাল স্টার অ্যাওয়ার্ড পেলেন স্বপঞ্জয় চৌধুরী

সাহিত্য ডেস্ক
সাহিত্য ডেস্ক সাহিত্য ডেস্ক
প্রকাশিত: ০২:০৬ পিএম, ১৯ জানুয়ারি ২০২৫

শিল্প-সাহিত্যে বিশেষ অবদানের জন্য গ্লোবাল স্টার অ্যাওয়ার্ড ২০২৪ পেলেন কবি, প্রাবন্ধিক ও কথাসাহিত্যিক স্বপঞ্জয় চৌধুরী। ১৬ জানুয়ারি রাজধানীর একটি হোটেলে ‘গ্লোবাল স্টার অ্যাওয়ার্ড ২০২৪, সিজন-২’ অনুষ্ঠানে এ পুরস্কার তুলে দেওয়া হয়।

দেশের জনপ্রিয় তারকা, মডেল, অভিনয়শিল্পী, নৃত্যশিল্পী, গায়ক, উপস্থাপক ও কবি-সাহিত্যিকসহ সমাজের নানা পেশার মানুষকে নিজ নিজ ক্ষেত্রে অবদান রাখার জন্য এ অ্যাওয়ার্ড দেওয়া হয়।

আয়োজনের দ্বিতীয় পর্ব ‘শিল্প-সাহিত্য’ অংশে প্রধান অতিথি ছিলেন আপিল বিভাগের সাবেক বিচারপতি জয়নুল আবেদিন। উপস্থিত ছিলেন সাবেক সচিব সৈয়দ মার্গুব মোর্শেদ।

আন্তর্জাতিক যুদ্ধবিরোধী কাব্য সংকলন ‘ইন্টারন্যাশনাল এন্থলজি অব পোয়েট্রি ফর পিস অ্যান্ড হিউম্যানিটি’ সম্পাদনা ও প্রকাশের জন্য স্বপঞ্জয় চৌধুরীকে এ পুরস্কার দেওয়া হয়।

সংকলনে বিশ্বের প্রায় ২৫টি দেশের কবি-সাহিত্যিক যুদ্ধবিরোধী কবিতায় প্রতিবাদ জানিয়েছেন। স্বপঞ্জয় চৌধুরীর এ পর্যন্ত প্রকাশিত বইয়ের সংখ্যা ১৬টি। তিনি বিশ্বমানবতা ও সামাজিক অবক্ষয়কে তুলে ধরেন লেখায়।

এসইউ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।