নতুন স্বপ্ন নতুন চোখ এবং অন্যান্য কবিতা

আবু আফজাল সালেহ
আবু আফজাল সালেহ আবু আফজাল সালেহ , কবি ও প্রাবন্ধিক
প্রকাশিত: ১১:১১ এএম, ০৪ ফেব্রুয়ারি ২০২৫

 

নতুন স্বপ্ন নতুন চোখ

মেট্রোয় ঘুরবো বলে
টিকিটের লাইনে দাঁড়িয়ে উত্তরায়
নামলাম ঢাকা বিশ্ববিদ্যালয়
লোকারণ্য
ছাত্র-জনতা-শিল্পী-সাহিত্যিক...
নতুন বাংলাদেশ নির্মাণে
নতুন স্বপ্নে বেঘোরে সবাই

আমিও যোগ দিলাম শেষের দিকে
শূন্যস্থানে
ভুল করে একটি মেয়ে হাত ধরলো আমার
কিছুক্ষণ পরেই আমার মুখে তাকিয়েই শরমে লাল
কচ্ছপের মতো সরিয়ে নিলো হাত
সরিও বলল না একবার

সবাই ঘোরে—নতুন স্বপ্নে
আমি শেষের নতুন অতিথি

****

নীলাদ্রি—দর্শনা টু পার্বতীপুর

সাতপাঁচ ভাবতে ভাবতে বিকেল গড়িয়ে যায়
হঠাৎ গা গরম, প্রচণ্ড জ্বর
রেলপাতে সুরের ঝংকার অনিমেষ চোখ আমার
গতির ঝড়
মেয়েটিকে দেখেছি ট্রেনের কামরায়
নির্বিকার।

মেয়েটিকে নিয়ে রূপসা চলে গেল চিলাহাটি
আমার গন্তব্য পঞ্চগড়—সমতলের চা বাগান
তেঁতুলিয়ার ডাকবাংলোর বৃদ্ধ মহানন্দা, ওপারে কাঞ্চনজঙ্ঘা
অমনোযোগী হয়ে পড়ি মাঝেমধ্যে
কানে বাজে মেয়েটির উদ্দেশে বান্ধবীর ডাক—নীলাদ্রি?

****

সুসময়ে অসময়ে

কালোমেঘের এক নিশ্চুপ রাতে
বিষণ্ণ সব আঁধার
স্বস্তি নেই, নেই আনন্দের প্রকাশ
কথা ছিল, এই শুক্রবারে
তোমার হাতে পড়বে আমার হাত
কালো রাত নিশ্চুপ সবাই, অজান্তেই
বন্ধুহীন, অদৃশ্য আশঙ্কা
লাল-সবুজ পতাকায় খামচে ধরেছে কতক শকুন
মেহেদির হাতে রক্তের দাগ

মেঘ কেটে গিয়ে উঠল এক ফালি চাঁদ
নিবু বাতি নিয়ে এগিয়ে এলে নির্ভয়ে
চাঁদের আলো মিলিয়ে প্রকাণ্ড আলো
অন্ধকারের হায়েনা আর শকুনেরা মিশে গেলো জনারণ্যে
পাশে দেখি, হাজারো বন্ধু গোলাপ হাতে

এসইউ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।