শাহ বিলিয়া জুলফিকারের কবিতা

সুন্দরী মেয়েরা যখন কবিতা পড়ে এবং সে কে?

সাহিত্য ডেস্ক
সাহিত্য ডেস্ক সাহিত্য ডেস্ক
প্রকাশিত: ০৮:২৫ এএম, ১০ মার্চ ২০২৫

সুন্দরী মেয়েরা যখন কবিতা পড়ে

সুন্দরী মেয়েরা যখন কবিতা পড়ে,
কবিরা তখন তাদের হৃদয়ে হারায়।
তাদের প্রেম হয়, ভালোবাসে, তবু থাকে না
হঠাৎ বেদনা গোপনে চুরি করে আসে,
কবিরা সেই বিরহে থেমে যায়।

তবে কী কবিরা কবিতা লেখে
কেবল বেদনার জন্য?
অথবা সুন্দরী মেয়েদের হৃদয়ে
অপরিসীম এক অতৃপ্তি খোঁজে?

****

সে কে?

আমার ভালোবাসা এখন
আমার চোখের কোণে বাস করে
তুমি ছাড়া কেউ তাকে দেখবে না
সে কে? বলো না, কাউকে বলো না।

আমার দুটি চোখে এক চিত্র
একটাই দৃষ্টি, একটাই বোধ
তুমি তাকালে যে সেখানে,
সে কে? বলো না, বলো না।

আমার চোখে তাকাও
তুমি যদি তারে খুঁজে পাও
তবে তুমি আর কাউকে বলো না,
সে শুধু আমার, জানো কি?
সে কে? বলো না, বলো না।

এসইউ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।