বৈশাখের ছড়া-কবিতা

সাহিত্য ডেস্ক
সাহিত্য ডেস্ক সাহিত্য ডেস্ক
প্রকাশিত: ০১:১৪ পিএম, ১৫ এপ্রিল ২০২৫

 

বৈশাখ এলো
বিলকিস নাহার মিতু

বৈশাখ এলো সঙ্গে নিয়ে
নতুন রবির আলো,
পুরাতনের বিদায় হয়ে
মুছে গেছে কালো।

বৈশাখ এলো সঙ্গে নিয়ে
বাঁচার নতুন আশা,
বিদায় হয়ে যাক সেসব
যা ছিল সর্বনাশা।

বৈশাখ এলো সঙ্গে নিয়ে
সুখ-আনন্দের ঢল;
চারিদিকে শোনা যাচ্ছে
খুশির কোলাহল।

****

বৈশাখ বরণ
মুহাম্মদ হানিফ

বৈশাখ তোমার প্রতীক্ষায় আরেকটি নীলবসন্ত করলাম পার
বিগত বছরের হিসেব-হালখাতা নিয়ে আবার ফিরে এলো
সম্প্রীতির আহ্বানে নববর্ষ। বছরটি এবার আমরা যে যার
মতো করেই যেন-তেন কাটিয়ে দিলাম; মন্দের ভালো।

ধার-দেনা-বকেয়া যা কিছু যেমন আছে; তেমনই পড়ে থাক,
আমাদেরও তো বাঁচতে হবে একটু না হয় করলাম ঋণ।
ইচ্ছে আছে, এবার সব মিটিয়ে দেব সামনেই তো বৈশাখ-
পঞ্জিকার পাতা বদলায়; হয়তো আবার আসবে সুদিন।

এখন বৈশাখ মানে নৃত্য-উল্লাস, বিলাস ইলিশ-পান্তা ভাতে।
শৈশবে দেখেছি বাবার হাত ধরে মেঘনার তীরে বৈশাখী মেলা
মায়ের হাতে খই-মুড়ি-জিলাপি; চড়ুইভাতি আর পুতুল খেলা,
এমনই ছিল আমাদের বৈশাখ; কীইবা এমন যায়-আসে তাতে।

আজকাল মানুষ এত আনন্দ কোথায় পায় বলো তুমি বৈশাখ?
আমরা তো দিশেহারা বারোটি মাস গুনে; বৈশাখী ঝড়ে নির্বাক!

এসইউ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।