মো. মাহবুবুর রহমানের কবিতা: কৃষ্ণচূড়া
ওরে ও কৃষ্ণচূড়া, না জ্বালিয়ে জ্বলিস কেন?
জ্বলে-পুড়ে সুখটা কি পাস?
আমায় একটু বলিস যেন।
তোর জ্বলনে শান্তি মেলে, কত লোকের পোড়া চোখে
কেউ কি কাঁদে কোনো দিনও
তোর জ্বলনের দারুণ শোকে?
কৃষ্ণচূড়া বল না, তুই আগুন নাকি রঙের মেলা?
ফুল ভেবে কি ভুল হয়ে যায়?
জানি না কোন খেলিস খেলা!
এসইউ/জিকেএস