‘সেলিব্রেটিং বাংলাদেশি লিজেন্ডস’ সিরিজে হুমায়ূন আহমেদ

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৬:৫৭ এএম, ১৯ নভেম্বর ২০২৫
হুমায়ূন আহমেদ/ছবি: সংগৃহীত

বাংলাদেশের সাহিত্য-সংস্কৃতি জগতের অন্যতম শক্তিশালী আইকন হুমায়ূন আহমেদের প্রতি সম্মান জানিয়ে ‘সেলিব্রেটিং বাংলাদেশি লিজেন্ডস’ সিরিজের একটি পর্ব নির্মিত হয়েছে।

এটি সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগ‌ নির্মিত হয়েছে। মঙ্গলবার (১৮ নভেম্বর) প্রধান উপদেষ্টার সহকারী প্রেস সচিব সুচিস্মিতা তিথি এ তথ্য জানান।

সহকারী প্রেস সচিব বলেন, হুমায়ূন আহমেদ বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় লেখকই শুধু নন; একজন চলচ্চিত্রকার, নাট্যকার এবং গীতিকার হিসেবে অনন্য অর্জন রয়েছে তার ঝুলিতে। তার কলমে জলজ্যন্ত হয়ে ওঠে হিমু, মিসির আলী, রূপা, শুভ্ররা।

এমইউ/একিউএফ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।