রাইটার্স রেসিডেন্সের ধ্যান ও সুর সাধনা কেন্দ্রের পথচলা শুরু

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০১:৪২ পিএম, ২৭ ডিসেম্বর ২০২৫

টাঙ্গাইলের মধুপুরের পীরগাছার জালিছিড়াতে উদ্বোধন হলো আনন্দ নিকেতন রাইটার্স রেসিডেন্স- ধ্যান ও সুর সাধনা কেন্দ্র।

শুক্রবার (২৬ ডিসেম্বর) দিনব্যাপী উদ্বোধনী অনুষ্ঠানে ছিল শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ, গান ও আড্ডা। আনন্দ নিকেতন রাইটার্স রেসিডেন্স ধ্যান ও সুর সাধনা কেন্দ্রটি প্রকৃতির নির্জনতায় ঘেরা।

প্রতিষ্ঠানটির নানাবিধ কার্যক্রমের মধ্যে রয়েছে- শিক্ষা ও গবেষণা, লেখক, শিল্পী ও অনুবাদকদের জন্য আবাসিক কর্মসূচি, ধ্যান ও সুর সাধনা কেন্দ্র, শিশু ও কিশোরদের জন্য শীতকালীন ক্যাম্প, মা-শিশু ও প্রবীণ সেবা কেন্দ্র ইত্যাদি।

প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা কবি ও অনুবাদক অনন্ত উজ্জ্বল বলেন, আশা করছি, বন্ধু-স্বজন সবার সহযোগিতায় শিগগির আমরা আমাদের সবগুলো কর্মসূচির কাজ শুরু করতে পারবো।

আনন্দ নিকেতনের ওয়েবসাইট www.anondoniketon.com এখানে প্রবেশ করে প্রতিষ্ঠানটির কার্যক্রম সম্পর্কে জানা যাবে।

এমকেআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।