আবু আফজাল সালেহের দুটি কবিতা

সাহিত্য ডেস্ক
সাহিত্য ডেস্ক সাহিত্য ডেস্ক
প্রকাশিত: ০৬:১৩ পিএম, ১৫ জুলাই ২০২০

অবহেলাগুলো আগলে রাখি

জড়ো হওয়া অবহেলাগুলো বমি করতে চায়
তোয়াক্কা করে না বাঘের হুঙ্কার
সিংহের দেমাগগর্জন
অবহেলাগুলো উগরে দেবেই দেবে
তোমার সবুজ পাতাগুলোয়

রক্তাক্ত মুখোশে
আমি হিংসুটে, সহ্য করতে পারি না অবহেলা
ব্যস্ততা মানেই মুখোশ
মুখোশ মানেই অবহেলা

মুখোশ দেমাগ অবহেলা
যক্ষের ধনের মতো আগলে রাখি

****

পতাকা বহন করার শক্তি দাও প্রভু

আমার বাবা বন্দুক উঁচাতেন যৌবনে
বুকভরা সাহস, প্রদীপ্ত শপথে
ভালো থাকবেন, ভালো রাখবেন

বারুদমাখা কার্তুজে পুড়েছে দেহ বাবার
নয় মাস আমাদের করেছেন স্নেহবঞ্চিত
স্বদেশের টানে
ত্যাগ-তিতিক্ষায় একদিন বন্দুকনলে প্রজাপতি
সুউচ্চ পতাকা হাতে বাবা

আজ বাবা পৌঢ়
শুয়ে শুয়ে স্বপ্ন দেখেন
পতাকা তুলে দেবেন আমাদের হাতে

পতাকা বহন করার শক্তি দাও প্রভু!

এসইউ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।