অশ্রুরেখা

এ কে সরকার শাওন
এ কে সরকার শাওন এ কে সরকার শাওন , কবি
প্রকাশিত: ০৫:৩১ পিএম, ২৫ এপ্রিল ২০২১

দূরে বহু দূরে
কে ডাকে প্রিয়ারে
পোড়া অন্তরে নিশি-দিন!
একাকী গোপনে
মৌন বিষণ্ন মনে
অশ্রুরেখায় যে অন্তরীণ!

জানালার প্রান্ত ঘেঁষে
একাকিত্ব ভালোবেসে
ক্ষণে ক্ষণে ফেলে দীর্ঘশ্বাস!
আলো-ছায়ায় একাকার
ফুল ফাগুনে নির্বিকার
পদ্মার পদ্মাক্ষী চির উদাস!

অবগুণ্ঠনের ফাঁকে
তাঁর নীলাচল কাঁপে
আঁখিপল্লব কারে খোঁজে!
অন্তরের উত্তাপ
চিরদুঃখীর ছাপ
দেহাবয়বের ভাঁজে ভাঁজে!

মৌন মলিন মুখ
পিপাসার্ত বুক
প্রতীক্ষারত চির প্রেয়সী!
ভালের নীল টিপ
আজ ক্ষীণ অন্তরীপ
মেঘে ঢাকা তনুশ্রী!

বিশাল ধরাতল
আজ ছোট্ট করতলে
সাড়ে চার ফুট জানালায়!
সব রং বিবর্ণনে
সব সুখ নির্বাসনে
প্রাণ পরিপূর্ণ বিষণ্নতায়!

পরদেশি পাষাণ
নিষ্ঠুর বেঈমান
না জানি কোন সরসীতে!
স্মৃতির কষাঘাত
চলে দিন-রাত
মনের ভাঙা আরশিতে!

ফিরবে না জানে
তবু আশা মনে
বেঘোরে চিরন্তন তপস্যা!
ধন্য সেই অভাজন
হেলায় হারালো সুধন
সজনীর নিখাদ ভালোবাসা!

এসইউ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।