৪ জন পেলেন কালি ও কলম পুরস্কার

সাহিত্য ডেস্ক
সাহিত্য ডেস্ক সাহিত্য ডেস্ক
প্রকাশিত: ১১:০৭ এএম, ২৯ জানুয়ারি ২০২৩

চারজন পেলেন আইএফআইসি ব্যাংক কালি ও কলম তরুণ কবি ও লেখক পুরস্কার-২০২২। সাহিত্যের বিভিন্ন শাখায় অবদানের জন্য তাদের এ পুরস্কার দেওয়া হয়।

২৮ জানুয়ারি বিকেলে রাজধানীর বেঙ্গল শিল্পালয়ে এ পুরস্কার দেওয়া হয়।

পুরস্কারপ্রাপ্ত চারজন হলেন- কবির কল্লোল, মাসউদ আহমাদ, নিবেদিতা রায় ও মাহফুজ রহমান।

কবিতা, কথাসাহিত্য, প্রবন্ধ ও গবেষণা এবং শিশু-কিশোর সাহিত্যে এ পুরস্কার দেওয়া হয়।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কালি ও কলমের সম্পাদকমণ্ডলীর সভাপতি সৈয়দ মনজুরুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন চিত্রশিল্পী হাশেম খান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাছাই পর্বের বিচারক ইমদাদুল হক মিলন, আবুল মোমেন ও খালেদ হোসাইন।

এ ছাড়া মঞ্চে উপস্থিত ছিলেন কালি ও কলম সম্পাদক সুব্রত বড়ুয়া, প্রকাশক আবুল খায়ের এবং আইএফআইসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী শাহ এ সারওয়ার।

কালি ও কলম সাহিত্যপত্রিকাটি ২০০৮ সাল থেকে বাংলাদেশের নবীন কবি ও লেখকদের ‘কালি ও কলম তরুণ কবি ও লেখক পুরস্কার’ দিয়ে আসছে।

এসইউ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।