শান্তর ‘স্নিগ্ধ ভোর অথবা মৃত্যু’র পাঠ উন্মোচন

সাহিত্য ডেস্ক
সাহিত্য ডেস্ক সাহিত্য ডেস্ক
প্রকাশিত: ০১:৪১ পিএম, ১৮ মার্চ ২০২৩

কবি, লেখক ও গণমাধ্যমকর্মী সাজেদুর আবেদীন শান্তর দ্বিতীয় কাব্যগ্রন্থ ‘স্নিগ্ধ ভোর অথবা মৃত্যু’র পাঠ উন্মোচন করা হয়েছে। ১৭ মার্চ বিকেলে বগুড়ার সোনাতলা উপজেলা পরিষদ সভাকক্ষে পাঠ উন্মোচন করা হয়।

পাঠ উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লেখক, সম্পাদক ও প্রভাষক ইকবাল কবির লেমন, সোনাতলা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক তাহেরুল ইসলাম উজ্জ্বল, সোনাতলা থানার উপপুলিশ পরিদর্শক নুর ইসলাম, লেখক ও যুদ্ধ দলিলের জেলা সমন্বয়ক রাশেদুজ্জামান রণ, শিক্ষক আশরাফুল ইসলাম, আলোর প্রদীপের চেয়ারম্যান মেহেরুল ইসলাম।

এ সময় আরও উপস্থিত ছিলেন সোনাতলা প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, সাংবাদিক লতিফুল ইসলাম, সাংবাদিক বিকাশ, গল্পকার সাকি সোহাগ ও উদীচী শিল্পীগোষ্ঠী সোনাতলা উপজেলা সংসদের আহ্বায়ক সজল চন্দ্র শীলসহ অনেকে।

অনুষ্ঠানে ‘স্নিগ্ধ ভোর অথবা মৃত্যু’র ওপর আলোচনার পাশাপাশি সাজেদুর আবেদীন শান্তর নানা শিল্পকর্মের ওপর বিশদ আলোচনা করেন বক্তারা। তারা লেখকের সাফল্য কামনা করেন।

আলোচনা শেষে নানা প্রশ্নের উত্তর দেন কবি সাজেদুর আবেদীন শান্ত। এটি কবির দ্বিতীয় কাব্যগ্রন্থ। বইটি প্রকাশ করেছে প্রকাশনা সংস্থা পাতা প্রকাশ। প্রচ্ছদ করেছেন মনিরা আক্তার। মূল্য ৬৫ টাকা।

এসইউ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।