আয়শা সাথীর কবিতা: আমার স্বৈরতন্ত্র

সাহিত্য ডেস্ক
সাহিত্য ডেস্ক সাহিত্য ডেস্ক
প্রকাশিত: ১২:২৯ পিএম, ১৭ জানুয়ারি ২০২৫

শুনছো?
হ্যাঁ, তোমাকেই বলছি।
বলছি, আমাকে আর ভালোবেসো না
আমাকে ভালোবাসা এতটাও সহজ না।

কেন?
কারণ আমাকে ভালোবাসতে গেলে
তোমার চারিধার আমার ‘আমিতে’ ঘিরে রবে।
আলোর বিপরীতে যে ছায়াটায়
নিত্য তোমার প্রতিবিম্ব অঙ্কিত হয়,
যেটাতে কেবলই তোমার একচ্ছত্র আধিপত্য
সে ছায়ায় আমার অবয়ব দেখতে পাবে।

নিয়ন্ত্রণ?
আরে, তোমায় নিয়ন্ত্রণের কেন্দ্রবিন্দু ওই যে মস্তিষ্কখানা
তার সর্বাংশজুড়েই আমি,
শুধু আমার দখলদারত্বের-ই লড়াই চলবে।
তোমার ভাবনার পুরো শহর
অলি-গলি, মাঠ-ঘাট জুড়ে
আমার রঙিন ব্যানার, ফেস্টুন আর স্লোগানে ছেয়ে যাবে!

সত্যি বলছি, বিশ্বাস করো
আমার এমন স্বৈরতন্ত্র সহ্য করে
আমাকে ভালোবাসাটা সত্যিই একটু কঠিন হবে!

এসইউ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।