ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

কাঁঠালবাড়ি ঘাটে তিল ধারণের ঠাঁই নেই

জেলা প্রতিনিধি | মাদারীপুর | প্রকাশিত: ০৪:৫৭ পিএম, ২১ জুন ২০১৮

ঈদের ছুটি শেষে ঢাকায় ফিরছে মানুষ। গত কয়েকদিনের চেয়ে বৃহস্পতিবার শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে যাত্রীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে।

কর্মস্থলে যোগ দিতে দক্ষিণাঞ্চলের মানুষের ঢল নামে মাদারীপুরের কাঁঠালবাড়ি ঘাটে। সকাল থেকে লঞ্চ, স্পিডবোট ও ফেরিতে যাত্রীেএবং যানবাহনের চাপ ছিল চোখে পড়ার মতো। কাঁঠালবাড়ি ঘাটে তিল ধারণের ঠাঁই নেই। লঞ্চে উঠতে প্রতিযোগিতা চলছে যাত্রীদের। কোনোমতে নিজের জায়গা দখল করতে পারলেই যেন স্বস্তি।

ঘাট সূত্রে জানা গেছে, ঈদের ছুটি শেষে বৃহস্পতিবার ঢাকামুখী যাত্রীদের চাপ বেড়েছে কয়েকগুণ। যাত্রীদের চাপ সামাল দিতে শিমুলিয়াঘাট থেকে খালি লঞ্চ এনে যাত্রী পারাপার করা হচ্ছে।

Madaripur-Feri-1

বিআইডব্লিউটিসি’র কাঁঠালবাড়ি ঘাট সূত্র জানায়, বৃহস্পতিবার যাত্রী চাপ সবচেয়ে বেশি। সকাল থেকেই যাত্রীদের উপচে পড়া ভিড় দেখা যায়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা বেড়ে কয়েকগুণ হয়। লঞ্চ, স্পিডবোট ও ফেরিতে যাত্রী এবং যানবাহন পারাপার করেও চাপ কমানো যাচ্ছে না। বিকেল পর্যন্ত কাঁঠালবাড়ি ঘাটে যাত্রীদের ভিড় রয়েছে।

বিআইডব্লিউটিসি সূত্রে জানা যায়, কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌরুট দিয়ে দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার প্রায় ৩০ হাজার মানুষ প্রতিদিন যাতায়াত করে। ঈদে এ সংখ্যা বেড়ে যায় কয়েকগুণ। যাত্রী ও যানবাহন পারাপারে কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌরুটে ৮৭টি লঞ্চ, ১৯টি ফেরি ও দুই শতাধিক স্পিডবোট চলাচল করছে।

সরেজমিনে শিমুলিয়া-কাঁঠালবাড়ি ফেরিঘাটে দেখা যায়, লাইনে দাঁড়িয়ে থেকে লঞ্চ ও স্পিডবোটে উঠছে যাত্রীরা। স্পিডবোটে তোলা হচ্ছে অতিরিক্ত যাত্রী। লঞ্চ ও যাত্রীবাহী বাসগুলো ছাদে যাত্রী বোঝাই করে ঝুঁকি নিয়ে চলছে গন্তব্যে। কাঁঠালবাড়ি ঘাট বাস টার্মিনালেও ছিল ঢাকাগামী যাত্রীদের ভিড়।

Madaripur-Feri-2

মাদারীপুর থেকে ঢাকাগামী লঞ্চযাত্রী মো. রফিক বলেন, পরিবহনে যেমন ভিড়, লঞ্চেও তেমন ভিড়। গাদাগাদি করে লঞ্চে উঠছে যাত্রীরা। ধারণক্ষমতার কয়েকগুণ বেশি যাত্রী নিয়ে গন্তব্যে যাচ্ছে লঞ্চ। কোনো লঞ্চে তিল ধারণের ঠাঁই নেই।

কাঁঠালবাড়ি ফেরিঘাট সূত্র জানায়, গত কয়েকদিনের তুলনায় বৃহস্পতিবার সকাল থেকে যাত্রীদের ভিড় বেশি। তবে পর্যাপ্ত লঞ্চ ও ফেরি থাকায় দুর্ভোগ কিছুটা কম।

Madaripur-Feri-2

শিমুলিয়া ঘাট সূত্রে জানা যায়, সকাল থেকেই ঢাকামুখী যাত্রীদের চাপ। যাত্রীরা সিবোট, লঞ্চ ও ফেরিতে পার হয়ে শিমুলিয়া ঘাটে এসে বাসের জন্য হুমড়ি খেয়ে পড়ছে। মুহূর্তেই ভরে যাচ্ছে বাস। সিট না পেয়ে গাদাগাদি করে বাসের ভেতরে দাঁড়িয়ে গন্তব্যে যাচ্ছে যাত্রীরা।

বিআইডব্লিউটিএ’র কাঁঠালবাড়ি লঞ্চঘাটের ট্রাফিক ইন্সপেক্টর আক্তার হোসেন বলেন, বৃহস্পতিবার সকাল থেকেই যাত্রীদের ভিড় বেড়েছে। বেশিরভাগ যাত্রী লঞ্চে পদ্মা পাড়ি দিচ্ছে। চাপ বেশি থাকায় কিছু লঞ্চ যাত্রী বেশি নিচ্ছে। আবহাওয়া স্বাভাবিক থাকায় পদ্মা শান্ত রয়েছে। এরপরও লঞ্চে সতর্কতার সঙ্গে যাত্রী পার করা হচ্ছে। বিকেল পর্যন্ত যাত্রীদের ভিড় রয়েছে ঘাটে।

এ কে এম নাসিরুল হক/এএম/পিআর

আরও পড়ুন