ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ভারতীয় শাড়ি, থ্রি-পিস ও চা পাতা জব্দ

বেনাপোল (যশোর) | প্রকাশিত: ০৫:১৭ পিএম, ০৪ অক্টোবর ২০১৮

বেনাপোল পোর্ট থানার শিকড়ি এলাকা থেকে ভারতীয় শাড়ি, থ্রি-পিস ও চা পাতা জব্দ করেছে বিজিবি সদস্যরা। বৃহস্পতিবার সকালে অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করা হয়। এ সময় কোনো চোরাকারবারীকে আটক করতে পারেনি বিজিবি ।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের বেনাপোল ক্যাম্প কমান্ডার সুবেদার মনিরুজ্জামান জানান, গোপন সূত্রে জানা যায় চোরাকারবারীরা ভারতীয় শাড়ি, থ্রি-পিস ও চা পাতার একটি চালান ভারত থেকে পাচার করে এনে সীমান্তের শিকড়ি বটতলা মাঠে অবস্থান করছে।

এমন সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে ৮ লাখ টাকা মূল্যের ১২০ পিস শাড়ি, ১৭ পিস থ্রি-পিস ও ১২০ কেজি চা পাতা জব্দ করে। এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাচালানীরা পালিয়ে যায়।

জব্দকৃত মালামাল বেনাপোল কাস্টমস গুদামে জমা দেয়া হয়েছে বলে জানান তিনি।

মো. জামাল হোসেন/আরএ/জেআইএম

আরও পড়ুন