ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

কুমিল্লা বোর্ডে পাসের হার জিপিএ-৫ দুটোই বেড়েছে

জেলা প্রতিনিধি | কুমিল্লা | প্রকাশিত: ১১:৫২ এএম, ৩০ ডিসেম্বর ২০২১

কুমিল্লা শিক্ষা বোর্ডে এবার পাসের হার ৯৬ দশমিক ২৭ শতাংশ। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১৪ হাজার ৬২৬ জন শিক্ষার্থী।

বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) সকালে কুমিল্লা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ড. মো. আসাদুজ্জামান জাগো নিউজকে তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, এ বছর কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লার এক হাজার ৭৫৫টি বিদ্যালয়ের ২ লাখ ১৯ হাজার ৭০৪ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে।

এদের মধ্যে ছাত্র ৯৫ হাজার ৮৮৯ জন এবং ছাত্রী ১ লাখ ২৩ হাজার ৮১৫ জন। উত্তীর্ণ হয়েছে ২ লাখ ১১ হাজার ৫০৩ জন। এদের মধ্যে ছাত্র ৯১ হাজার ৭৯১ জন এবং ছাত্রী এক লখ ১৯ হাজার ৭১২ জন। এবার পাসের হার ৯৬ দশমিক ২৭ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ১৪ হাজার ৬২৬জন।

গত বছরের চেয়ে এবারের ফলাফল ভালো হয়েছে। গতবার পাসের হার ছিল ৮৫ দশমিক ২২ শতাংশ। জিপিএ-৫ পেয়েছিল ১০ হাজার ২৪৫ জন।

জাহিদ পাটোয়ারী/এফএ/এএসএম

টাইমলাইন

  1. ০৩:১০ পিএম, ৩০ ডিসেম্বর ২০২১ চট্টগ্রাম বোর্ডে পাসের হার ৯১.১২ শতাংশ, বেড়েছে জিপিএ-৫
  2. ০২:১৭ পিএম, ৩০ ডিসেম্বর ২০২১ দেশসেরা ময়মনসিংহ শিক্ষা বোর্ড
  3. ০২:১২ পিএম, ৩০ ডিসেম্বর ২০২১ মতিঝিল আইডিয়ালে বাঁধভাঙা উচ্ছ্বাস
  4. ০১:৩৮ পিএম, ৩০ ডিসেম্বর ২০২১ সিলেটে এগিয়ে মেয়েরা
  5. ০১:৩৫ পিএম, ৩০ ডিসেম্বর ২০২১ করোনাকালের এসএসসিতে রেকর্ড গড়লো যশোর বোর্ড
  6. ০১:২৮ পিএম, ৩০ ডিসেম্বর ২০২১ ভিকারুননিসায় জিপিএ ৫ পেয়েছে ১৬৩৩ জন
  7. ০১:২৬ পিএম, ৩০ ডিসেম্বর ২০২১ এবারও পাসের হারে এগিয়ে মেয়েরা
  8. ০১:০২ পিএম, ৩০ ডিসেম্বর ২০২১ ঘুরে দাঁড়িয়েছে বরিশাল শিক্ষা বোর্ড
  9. ১২:২০ পিএম, ৩০ ডিসেম্বর ২০২১ এসএসসিতে জিপিএ ৫ পেয়েছে ১ লাখ ৮৩ হাজার ৩৪০ জন
  10. ১২:১৪ পিএম, ৩০ ডিসেম্বর ২০২১ রাজশাহী বোর্ডে এসএসসি পাসের হার ৯৪ দশমিক ৭১ শতাংশ
  11. ১২:১২ পিএম, ৩০ ডিসেম্বর ২০২১ কোন বোর্ডে পাসের হার কত
  12. ১২:০১ পিএম, ৩০ ডিসেম্বর ২০২১ ১৮ স্কুলের সবাই ফেল, শতভাগ পাস ৫৪৯৪টি
  13. ১১:৫২ এএম, ৩০ ডিসেম্বর ২০২১ কুমিল্লা বোর্ডে পাসের হার জিপিএ-৫ দুটোই বেড়েছে
  14. ১১:২৩ এএম, ৩০ ডিসেম্বর ২০২১ এসএসসি ও সমমানে পাসের হার ৯৩.৫৮ শতাংশ
  15. ১০:৫৯ এএম, ৩০ ডিসেম্বর ২০২১ এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ
  16. ০৮:৩৪ এএম, ৩০ ডিসেম্বর ২০২১ এসএসসির ফল আজ, যেভাবে জানা যাবে