ঘুরে দাঁড়িয়েছে বরিশাল শিক্ষা বোর্ড
ফাইল ছবি
বরিশাল শিক্ষা বোর্ডে এবার এসএসসি পরীক্ষায় পাসের হার ৯০ দশমিক ১৯ শতাংশ। আর জিপিএ-৫ পেয়েছে ১০ হাজার ২১৯ জন পরীক্ষার্থী। গত বছরের থেকে পাসের হার ও জিপিএ-৫ দুটোই বেড়েছে এ বোর্ডে।
২০২০ সালে এই শিক্ষা বোর্ডে পাসের হার ছিল ৭৯ দশমিক ৭০ শতাংশ। জিপিএ-৫ পেয়েছিল ৪ হাজার ৪৮২ জন।
বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে বরিশাল বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অরুন কুমার গাইন আনুষ্ঠানিকভাবে এসএসসি পরীক্ষার ফল ঘোষণা করেন।
ফলাফলের পরিসংখ্যানে দেখা যায়, বরিশাল শিক্ষা বোর্ডের অধীন এবার এসএসসি পরীক্ষায় অংশ নেয় ১ লাখ ১৩ হাজার ৬ জন শিক্ষার্থী। তাদের মধ্যে পাস করেছে ১ লাখ ১ হাজার ৯১৭ জন। ফলাফলে ছেলেদের মধ্যে ৫১ হাজার ৪৬৩ জন এবং মেয়েদের মধ্যে ৫০ হাজার ৪৫৪ জন পাস করেছে।
বরিশাল বোর্ডে পাসের হারে মেয়েরা বরাবরের মতো এগিয়ে রয়েছে। তাদের পাসের হার ৯১ দশমিক ২৫ ভাগ এবং ছেলেদের পাসের হার ৮৯ দশমিক ১৭ ভাগ।
এই বোর্ডে বিজ্ঞান বিভাগে সর্বোচ্চ পাসের হার ৯২ দশমিক ৬৪ ভাগ, ব্যবসায় শিক্ষা বিভাগে ৯২ দশমিক ১৫ ভাগ এবং মানবিক বিভাগে পাসের হার সর্বনিম্ন ৮৮ দশমিক ৭২ ভাগ।
বরিশাল বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অরুন কুমার গাইন বলেন, করোনা মহামারির কারণে শিক্ষার্থীরা নিয়মিত ক্লাস করতে পারিনি। যদি শিক্ষার্থীরা নিয়মিত ক্লাস করতে পারতো, তাহলে ফলাফল আরও ভালো হতো।
সাইফ আমীন/এফএ/জিকেএস
টাইমলাইন
- ০৩:১০ পিএম, ৩০ ডিসেম্বর ২০২১ চট্টগ্রাম বোর্ডে পাসের হার ৯১.১২ শতাংশ, বেড়েছে জিপিএ-৫
- ০২:১৭ পিএম, ৩০ ডিসেম্বর ২০২১ দেশসেরা ময়মনসিংহ শিক্ষা বোর্ড
- ০২:১২ পিএম, ৩০ ডিসেম্বর ২০২১ মতিঝিল আইডিয়ালে বাঁধভাঙা উচ্ছ্বাস
- ০১:৩৮ পিএম, ৩০ ডিসেম্বর ২০২১ সিলেটে এগিয়ে মেয়েরা
- ০১:৩৫ পিএম, ৩০ ডিসেম্বর ২০২১ করোনাকালের এসএসসিতে রেকর্ড গড়লো যশোর বোর্ড
- ০১:২৮ পিএম, ৩০ ডিসেম্বর ২০২১ ভিকারুননিসায় জিপিএ ৫ পেয়েছে ১৬৩৩ জন
- ০১:২৬ পিএম, ৩০ ডিসেম্বর ২০২১ এবারও পাসের হারে এগিয়ে মেয়েরা
- ০১:০২ পিএম, ৩০ ডিসেম্বর ২০২১ ঘুরে দাঁড়িয়েছে বরিশাল শিক্ষা বোর্ড
- ১২:২০ পিএম, ৩০ ডিসেম্বর ২০২১ এসএসসিতে জিপিএ ৫ পেয়েছে ১ লাখ ৮৩ হাজার ৩৪০ জন
- ১২:১৪ পিএম, ৩০ ডিসেম্বর ২০২১ রাজশাহী বোর্ডে এসএসসি পাসের হার ৯৪ দশমিক ৭১ শতাংশ
- ১২:১২ পিএম, ৩০ ডিসেম্বর ২০২১ কোন বোর্ডে পাসের হার কত
- ১২:০১ পিএম, ৩০ ডিসেম্বর ২০২১ ১৮ স্কুলের সবাই ফেল, শতভাগ পাস ৫৪৯৪টি
- ১১:৫২ এএম, ৩০ ডিসেম্বর ২০২১ কুমিল্লা বোর্ডে পাসের হার জিপিএ-৫ দুটোই বেড়েছে
- ১১:২৩ এএম, ৩০ ডিসেম্বর ২০২১ এসএসসি ও সমমানে পাসের হার ৯৩.৫৮ শতাংশ
- ১০:৫৯ এএম, ৩০ ডিসেম্বর ২০২১ এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ
- ০৮:৩৪ এএম, ৩০ ডিসেম্বর ২০২১ এসএসসির ফল আজ, যেভাবে জানা যাবে