ভিডিও EN
  1. Home/
  2. শিক্ষা

এবারও পাসের হারে এগিয়ে মেয়েরা

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০১:২৬ পিএম, ৩০ ডিসেম্বর ২০২১

এসএসসি ও সমমান পরীক্ষায় পাসের হারে এবারও ছেলেদের তুলনায় এগিয়ে মেয়েরা। এবার মেয়েদের পাসের হার ৯৪ দশমিক ৫০ শতাংশ। ছেলেদের পাসের হার ৯২ দশমিক ৬৯ শতাংশ।

বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনকেন্দ্রে সংযুক্ত হয়ে আনুষ্ঠানিকভাবে এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর ফলাফলের পরিসংখ্যান তুলে ধরেন শিক্ষামন্ত্রী ড. দীপু মনি।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

নয়টি সাধারণ বোর্ড, মাদরাসা এবং কারিগরি বোর্ডের অধীনে মোট ২২ লাখ ৪০ হাজার ৩৯৫ জন শিক্ষার্থী এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিয়েছিলেন। এর মধ্যে উত্তীর্ণ হয়েছে ২০ লাখ ৯৬ হাজার ৫৪৬ জন। পাসের হার ৯৩ দশমিক ৫৮ শতাংশ।

মোট ছেলে পরীক্ষার্থী ছিল ১১ লাখ ৪২ হাজার ৯৪ জন। এর মধ্যে উত্তীর্ণ হয়েছে ১০ লাখ ৫৮ হাজার ৬২৮ জন। পাসের ৯২ দশমিক ৬৯ শতাংশ। আর মেয়ে পরীক্ষার্থী ছিল ১০ লাখ ৯৮ হাজার ৩০১ জন। উত্তীর্ণ হয়েছে ১০ লাখ ৩৭ হাজার ৯১৮ জন। পাসের হার ৯৪ দশমিক ৫০ শতাংশ।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

গত বছর ছাত্রদের পাসের হার ছিল ৮১ দশমিক ১৩ শতাংশ। ছাত্রীদের পাসের হার ছিল ৮৩ দশমিক ২৮ শতাংশ।

এমএইচএম/এমএএইচ/জিকেএস

টাইমলাইন

  1. ০৩:১০ পিএম, ৩০ ডিসেম্বর ২০২১ চট্টগ্রাম বোর্ডে পাসের হার ৯১.১২ শতাংশ, বেড়েছে জিপিএ-৫
  2. ০২:১৭ পিএম, ৩০ ডিসেম্বর ২০২১ দেশসেরা ময়মনসিংহ শিক্ষা বোর্ড
  3. ০২:১২ পিএম, ৩০ ডিসেম্বর ২০২১ মতিঝিল আইডিয়ালে বাঁধভাঙা উচ্ছ্বাস
  4. ০১:৩৮ পিএম, ৩০ ডিসেম্বর ২০২১ সিলেটে এগিয়ে মেয়েরা
  5. ০১:৩৫ পিএম, ৩০ ডিসেম্বর ২০২১ করোনাকালের এসএসসিতে রেকর্ড গড়লো যশোর বোর্ড
  6. ০১:২৮ পিএম, ৩০ ডিসেম্বর ২০২১ ভিকারুননিসায় জিপিএ ৫ পেয়েছে ১৬৩৩ জন
  7. ০১:২৬ পিএম, ৩০ ডিসেম্বর ২০২১ এবারও পাসের হারে এগিয়ে মেয়েরা
  8. ০১:০২ পিএম, ৩০ ডিসেম্বর ২০২১ ঘুরে দাঁড়িয়েছে বরিশাল শিক্ষা বোর্ড
  9. ১২:২০ পিএম, ৩০ ডিসেম্বর ২০২১ এসএসসিতে জিপিএ ৫ পেয়েছে ১ লাখ ৮৩ হাজার ৩৪০ জন
  10. ১২:১৪ পিএম, ৩০ ডিসেম্বর ২০২১ রাজশাহী বোর্ডে এসএসসি পাসের হার ৯৪ দশমিক ৭১ শতাংশ
  11. ১২:১২ পিএম, ৩০ ডিসেম্বর ২০২১ কোন বোর্ডে পাসের হার কত
  12. ১২:০১ পিএম, ৩০ ডিসেম্বর ২০২১ ১৮ স্কুলের সবাই ফেল, শতভাগ পাস ৫৪৯৪টি
  13. ১১:৫২ এএম, ৩০ ডিসেম্বর ২০২১ কুমিল্লা বোর্ডে পাসের হার জিপিএ-৫ দুটোই বেড়েছে
  14. ১১:২৩ এএম, ৩০ ডিসেম্বর ২০২১ এসএসসি ও সমমানে পাসের হার ৯৩.৫৮ শতাংশ
  15. ১০:৫৯ এএম, ৩০ ডিসেম্বর ২০২১ এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ
  16. ০৮:৩৪ এএম, ৩০ ডিসেম্বর ২০২১ এসএসসির ফল আজ, যেভাবে জানা যাবে

বিজ্ঞাপন