ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

রাজশাহী বোর্ডে এসএসসি পাসের হার ৯৪ দশমিক ৭১ শতাংশ

জেলা প্রতিনিধি | রাজশাহী | প্রকাশিত: ১২:১৪ পিএম, ৩০ ডিসেম্বর ২০২১

২০২১ সালের এসএসসি পরীক্ষায় রাজশাহী বোর্ডে ৯৪ দশমিক ৭১ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। মোট জিপিএ-৫ পেয়েছে ২৭ হাজার ৭০৯ জন। গতবার এই পাসের হার ছিল ৯০ দশমিক ৩৭ শতাংশ।

বিষয়টি নিশ্চিত করেছেন রাজশাহী শিক্ষা বোর্ডের জনসংযোগ কর্মকর্তা মো. খায়রুল ইসলাম।

তিনি জানান, রাজশাহীতে মোট ২৬৮টি কেন্দ্রে এসএসসি বা সমমানের পরীক্ষা হয়। রাজশাহী শিক্ষা বোর্ডে এসএসসি বা সমমানের পরীক্ষায় অংশ নেয় মোট ২ লাখ ৮ হাজার ৭৯৭ জন শিক্ষার্থী। এতে পাস করেছে ১ লাখ ৯৫ হাজার ৪০৬ জন।

পরীক্ষায় উপস্থিত পরীক্ষার্থীর সংখ্যা ছিল ২ লাখ ৬ হাজার ৩১৪ জন এবং অনুপস্থিত ছিল ২ হাজার ৪৮৩ জন।

শিক্ষাবোর্ড সূত্রে জানা গেছে, এবার ছাত্রী পাসের হার ও জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যা ছাত্রদের চেয়ে বেশি। এবার ছাত্রীদের পাসের হার ৯৫ দশমিক ৪৬ শতাংশ। অপরদিকে ছাত্রদের পাসের হার ৯৪ দশমিক ৪ শতাংশ। এছাড়া মোট ২৭ হাজার ৭০৯ জনের মধ্যে জিপিএ-৫ প্রাপ্ত ছাত্রীর সংখ্যা ১৪ হাজার ৭৩৯ জন এবং ছাত্রের সংখ্যা ১২ হাজার ৯৭০ জন।

সূত্র আরও জানায়, রাজশাহী শিক্ষা বোর্ডে ২৬৮টি কেন্দ্রে মোট ২ হাজার ৬৬৭টি বিদ্যালয়ের পরীক্ষার্থী অংশ গ্রহণ করে। এরমধ্যে শতভাগ পাসকৃত স্কুলের সংখ্যা ৩৯৮টি। নিয়মিত পরীক্ষার্থীর সংখ্যা ১ লাখ ৮৮ হাজার ৫৩৮ জন।


ফয়সাল আহমেদ/এফএ/জিকেএস

টাইমলাইন

  1. ০৩:১০ পিএম, ৩০ ডিসেম্বর ২০২১ চট্টগ্রাম বোর্ডে পাসের হার ৯১.১২ শতাংশ, বেড়েছে জিপিএ-৫
  2. ০২:১৭ পিএম, ৩০ ডিসেম্বর ২০২১ দেশসেরা ময়মনসিংহ শিক্ষা বোর্ড
  3. ০২:১২ পিএম, ৩০ ডিসেম্বর ২০২১ মতিঝিল আইডিয়ালে বাঁধভাঙা উচ্ছ্বাস
  4. ০১:৩৮ পিএম, ৩০ ডিসেম্বর ২০২১ সিলেটে এগিয়ে মেয়েরা
  5. ০১:৩৫ পিএম, ৩০ ডিসেম্বর ২০২১ করোনাকালের এসএসসিতে রেকর্ড গড়লো যশোর বোর্ড
  6. ০১:২৮ পিএম, ৩০ ডিসেম্বর ২০২১ ভিকারুননিসায় জিপিএ ৫ পেয়েছে ১৬৩৩ জন
  7. ০১:২৬ পিএম, ৩০ ডিসেম্বর ২০২১ এবারও পাসের হারে এগিয়ে মেয়েরা
  8. ০১:০২ পিএম, ৩০ ডিসেম্বর ২০২১ ঘুরে দাঁড়িয়েছে বরিশাল শিক্ষা বোর্ড
  9. ১২:২০ পিএম, ৩০ ডিসেম্বর ২০২১ এসএসসিতে জিপিএ ৫ পেয়েছে ১ লাখ ৮৩ হাজার ৩৪০ জন
  10. ১২:১৪ পিএম, ৩০ ডিসেম্বর ২০২১ রাজশাহী বোর্ডে এসএসসি পাসের হার ৯৪ দশমিক ৭১ শতাংশ
  11. ১২:১২ পিএম, ৩০ ডিসেম্বর ২০২১ কোন বোর্ডে পাসের হার কত
  12. ১২:০১ পিএম, ৩০ ডিসেম্বর ২০২১ ১৮ স্কুলের সবাই ফেল, শতভাগ পাস ৫৪৯৪টি
  13. ১১:৫২ এএম, ৩০ ডিসেম্বর ২০২১ কুমিল্লা বোর্ডে পাসের হার জিপিএ-৫ দুটোই বেড়েছে
  14. ১১:২৩ এএম, ৩০ ডিসেম্বর ২০২১ এসএসসি ও সমমানে পাসের হার ৯৩.৫৮ শতাংশ
  15. ১০:৫৯ এএম, ৩০ ডিসেম্বর ২০২১ এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ
  16. ০৮:৩৪ এএম, ৩০ ডিসেম্বর ২০২১ এসএসসির ফল আজ, যেভাবে জানা যাবে