ভিডিও EN
  1. Home/
  2. শিক্ষা

মতিঝিল আইডিয়ালে বাঁধভাঙা উচ্ছ্বাস

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০২:১২ পিএম, ৩০ ডিসেম্বর ২০২১

এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের পর আনন্দ-উচ্ছ্বাসে ভাসছে রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা।

ফলাফল জানতে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে বাড়তে থাকে ফলপ্রত্যাশী ও অভিভাবকদের উপস্থিতি। সবার উৎকণ্ঠার অবসান ঘটিয়ে যখন আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করা হয়, সঙ্গে সঙ্গেই উচ্ছ্বাস, আনন্দ আর হৈ হুল্লোড়ে ভেসে যায় পুরো আইডিয়াল প্রাঙ্গণ।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

jagonews24

বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনকেন্দ্রে সংযুক্ত হয়ে আনুষ্ঠানিকভাবে এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল ঘোষণা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর ফলাফলের পরিসংখ্যান তুলে ধরেন শিক্ষামন্ত্রী ড. দীপু মনি।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এরপরই ফলাফল জানতে পেয়ে উচ্ছ্বাস, আনন্দ আর হৈ হুল্লোড়ে ভেসে যায় পুরো আইডিয়াল প্রাঙ্গণ। ছেলে-মেয়েদের ফলাফলে খুশি পরিবারের সদস্যরাও।

আশানুরূপ ভালো ফলাফলে আনন্দের বন্যায় মেতে উঠে আইডিয়ালের শিক্ষার্থীরা। দল বেঁধে উল্লাস আর ‘আইডিয়াল, আইডিয়াল’ ধ্বনিতে মুখরিত হয়ে উঠে ক্যাম্পাস। দীর্ঘ সাধনা-পরিশ্রমের পর কাঙ্ক্ষিত ফল পেয়ে আনন্দ উদযাপনে ব্যস্ত হয়ে পড়ে তারা। বিজয় চিহ্ন দেখিয়ে, ছবি আর সেলফি তুলে আনন্দ প্রকাশে ব্যস্ত তারা।

বিজ্ঞাপন

জিপিএ-৫ পাওয়া এক শিক্ষার্থীর মায়ের সঙ্গে কথা হয় জাগো নিউজের। তিনি জানান, আমরা অনেক খুশি। তারা এই দুই তিন মাস সময় পেয়ে এই রেজাল্ট করেছে অনেক খুশি।

jagonews24

একইভাবে নিজেদের অনুভূতির কথা জানিয়ে উল্লাসে মেতে উঠেছে সাজিদ ও আবরার। তারা জানায়, খুব বেশি পড়াশোনার সুযোগ পাইনি। তবে এ তিন মাস অনেক চেষ্টা করেছি। তাও সময় যথেষ্ট ছিল না। তবে, আমরা ভালো রেজাল্ট করতে পেরে অনেক খুশি। বাবা-মা শুনেও অনেক খুশি হয়েছেন।

বিজ্ঞাপন

মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ড. শাহান আরা বেগম জানান, বিদ্যালয়ের এক হাজার ৯৬৫ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। মোট শিক্ষার্থী ছিল দুই হাজার ৬২৫ জন। পরীক্ষা দিয়েছে দুই হাজার ৬০৮ জন। পাসের হার ৯৯ দশমিক ৩৫ শতাংশ। জিপিএ ৫ পেয়েছে ৭৫ শতাংশ ছাত্র-ছাত্রী। অকৃতকার্য হয়েছে ১৭ জন। ছয়জন পরীক্ষার্থী পরীক্ষায় অনুপস্থিত ছিল।

তিনি আরও জানান, কিছু শীক্ষার্থীর পরিবার করোনাকালিন সময়ে পরিবারের সঙ্গে বাড়ি চলে যাওয়ায় এবং বিভিন্ন কারণে কিছু শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়নি। কিছু শিক্ষার্থী এক বিষয়ে উপস্থিত থেকে পরীক্ষা দেয়নি। সে কারণে পাসের হার কিছুটা কম আসছে।

নয়টি সাধারণ বোর্ড, মাদরাসা এবং কারিগরি বোর্ডের অধীনে এবছর মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষায় অংশ নিয়েছিল ২২ লাখ ৪০ হাজার ৩৯৫ জন শিক্ষার্থী। এর মধ্যে উত্তীর্ণ হয়েছে ২০ লাখ ৯৬ হাজার ৫৪৬ জন। পাসের হার ৯৩ দশমিক ৫৮ শতাংশ। গতবার পাসের হার ছিল ৮২ দশমিক ৮৭ শতাংশ। সেই হিসাবে এবার পাসের হার বেড়েছে ১০ দশমিক ৭১ শতাংশ।

বিজ্ঞাপন

এএএম/এমএএইচ/জিকেএস

টাইমলাইন

  1. ০৩:১০ পিএম, ৩০ ডিসেম্বর ২০২১ চট্টগ্রাম বোর্ডে পাসের হার ৯১.১২ শতাংশ, বেড়েছে জিপিএ-৫
  2. ০২:১৭ পিএম, ৩০ ডিসেম্বর ২০২১ দেশসেরা ময়মনসিংহ শিক্ষা বোর্ড
  3. ০২:১২ পিএম, ৩০ ডিসেম্বর ২০২১ মতিঝিল আইডিয়ালে বাঁধভাঙা উচ্ছ্বাস
  4. ০১:৩৮ পিএম, ৩০ ডিসেম্বর ২০২১ সিলেটে এগিয়ে মেয়েরা
  5. ০১:৩৫ পিএম, ৩০ ডিসেম্বর ২০২১ করোনাকালের এসএসসিতে রেকর্ড গড়লো যশোর বোর্ড
  6. ০১:২৮ পিএম, ৩০ ডিসেম্বর ২০২১ ভিকারুননিসায় জিপিএ ৫ পেয়েছে ১৬৩৩ জন
  7. ০১:২৬ পিএম, ৩০ ডিসেম্বর ২০২১ এবারও পাসের হারে এগিয়ে মেয়েরা
  8. ০১:০২ পিএম, ৩০ ডিসেম্বর ২০২১ ঘুরে দাঁড়িয়েছে বরিশাল শিক্ষা বোর্ড
  9. ১২:২০ পিএম, ৩০ ডিসেম্বর ২০২১ এসএসসিতে জিপিএ ৫ পেয়েছে ১ লাখ ৮৩ হাজার ৩৪০ জন
  10. ১২:১৪ পিএম, ৩০ ডিসেম্বর ২০২১ রাজশাহী বোর্ডে এসএসসি পাসের হার ৯৪ দশমিক ৭১ শতাংশ
  11. ১২:১২ পিএম, ৩০ ডিসেম্বর ২০২১ কোন বোর্ডে পাসের হার কত
  12. ১২:০১ পিএম, ৩০ ডিসেম্বর ২০২১ ১৮ স্কুলের সবাই ফেল, শতভাগ পাস ৫৪৯৪টি
  13. ১১:৫২ এএম, ৩০ ডিসেম্বর ২০২১ কুমিল্লা বোর্ডে পাসের হার জিপিএ-৫ দুটোই বেড়েছে
  14. ১১:২৩ এএম, ৩০ ডিসেম্বর ২০২১ এসএসসি ও সমমানে পাসের হার ৯৩.৫৮ শতাংশ
  15. ১০:৫৯ এএম, ৩০ ডিসেম্বর ২০২১ এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ
  16. ০৮:৩৪ এএম, ৩০ ডিসেম্বর ২০২১ এসএসসির ফল আজ, যেভাবে জানা যাবে

বিজ্ঞাপন