ভিডিও EN
  1. Home/
  2. লাইফস্টাইল

শরীর হাইড্রেটেড রাখে শিম

লাইফস্টাইল ডেস্ক | প্রকাশিত: ০৮:৪৭ এএম, ২২ ডিসেম্বর ২০২৫

শরীর সুস্থ রাখতে পর্যাপ্ত পানি পান করার পাশাপাশি খাদ্যতালিকায় এমন কিছু খাবার রাখা জরুরি, যা শরীরকে ভেতর থেকে হাইড্রেটেড রাখতে সহায়তা করে। তেমনই একটি সহজলভ্য ও পুষ্টিকর সবজি হলো শিম। সাধারণত শীতকালীন সবজি হিসেবে পরিচিত হলেও শিমের উপকারিতা সারা বছরই শরীরের জন্য গুরুত্বপূর্ণ। চলুন জেনে নেই শিমের পুষ্টিগুণ-

পানিশূন্যতা দূর করতে শিমের ভূমিকা: শিমে রয়েছে প্রচুর পরিমাণ পানি, যা শরীরের পানির ঘাটতি পূরণে সাহায্য করে। নিয়মিত শিম খেলে শরীরের কোষগুলো পর্যাপ্ত আর্দ্রতা ধরে রাখতে পারে। বিশেষ করে যারা কম পানি পান করেন বা শারীরিক পরিশ্রম বেশি করেন, তাদের জন্য শিম হতে পারে কার্যকর একটি সবজি।

ইলেকট্রোলাইটের ভালো উৎস: শরীর হাইড্রেটেড রাখতে শুধু পানি নয়, প্রয়োজন ইলেকট্রোলাইটও। শিমে থাকা পটাশিয়াম ও ম্যাগনেশিয়াম শরীরের ইলেকট্রোলাইটের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। ফলে শরীরে পানিশূন্যতা, দুর্বলতা ও ক্লান্তির ঝুঁকি কমে।

শরীর হাইড্রেটেড রাখে শিম

আরও পড়ুন:
অ্যান্টিঅক্সিডেন্টের ভান্ডার ফুলকপি
অল্প সময়ে ব্লাড সুগার নিয়ন্ত্রণ করে পেঁয়াজ
একটি হরর সিনেমা দেখেই পোড়ানো সম্ভব ১৮৪ ক্যালরি!
শীতের সকালে দৌড়ানো, উপকার নাকি ক্ষতি?

হজমে সহায়ক, শরীর থাকে সতেজ: শিমে রয়েছে আঁশ বা ফাইবার, যা হজম প্রক্রিয়া স্বাভাবিক রাখতে সাহায্য করে। ভালো হজম মানেই শরীরের ভেতরে পানি ও পুষ্টি উপাদান সঠিকভাবে শোষিত হওয়া। এর ফলে শরীর থাকে হালকা ও সতেজ, পানিশূন্যতার সমস্যা কম দেখা দেয়।

ত্বক ও চুলের আর্দ্রতা বজায় রাখে: শরীর হাইড্রেটেড থাকলে এর প্রভাব পড়ে ত্বক ও চুলে। শিমে থাকা পানি ও ভিটামিন ত্বক শুষ্ক হওয়া রোধ করে এবং চুলের স্বাভাবিক আর্দ্রতা বজায় রাখতে সাহায্য করে। নিয়মিত শিম খেলে ত্বক দেখায় উজ্জ্বল ও প্রাণবন্ত।

কম ক্যালরিতে বেশি উপকার: শিম কম ক্যালরিযুক্ত একটি সবজি। যারা ওজন নিয়ন্ত্রণে রাখতে চান, তাদের জন্য শিম আদর্শ। একই সঙ্গে এটি শরীরকে হাইড্রেটেড রাখে এবং প্রয়োজনীয় পুষ্টি জোগায়, অতিরিক্ত ক্যালরি যোগ না করেই।

শরীর হাইড্রেটেড রাখে শিম

কীভাবে খাবেন শিম

হালকা ভাজি, ভুনা, তরকারি বা স্যুপ বিভিন্নভাবেই শিম রান্না করা যায়। তবে অতিরিক্ত তেল ও মসলা ব্যবহার না করে হালকা রান্না করাই সবচেয়ে উপকারী। এতে শিমের পানির অংশ ও পুষ্টিগুণ ভালোভাবে বজায় থাকে।

শরীর হাইড্রেটেড রাখতে শুধু পানি নয়, খাদ্যতালিকাও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শিম এমন একটি সবজি, যা সহজলভ্য, সুস্বাদু এবং শরীরের পানির ভারসাম্য রক্ষায় অত্যন্ত কার্যকর। তাই প্রতিদিনের খাবারে শিম রাখলে শরীর থাকবে হাইড্রেটেড, সতেজ ও সুস্থ।

জেএস/এমএস