ঢাকাস্থ মাদারীপুর জেলা সাংবাদিক সমিতির ইফতার মাহফিল

ঢাকাস্থ মাদারীপুর জেলা সাংবাদিক সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ৮ মার্চ রাজধানীর পল্টন মোড় এলাকার একটি চাইনিজ রেস্টুরেন্টে দোয়া ও আলোচনার আয়োজন করা হয়।
সংগঠনের সভাপতি আশুতোষ সরকারের সভাপতিত্বে সাধারণ সম্পাদক এম এ মান্নান মিয়ার সঞ্চালনায় বক্তব্য রাখেন সাবেক সভাপতি কামরুজ্জামান জিয়া, সাবেক সভাপতি সৈয়দ আফজাল হোসেন, সাবেক সভাপতি ও ঢাকা সাব এডিটরস কাউন্সিলের সাবেক সভাপতি মামুন ফরাজী, সাবেক সাধারণ সম্পাদক এবিএম সেলিম আহমেদ, ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের সাবেক সাধারণ সম্পাদক আবুল হাসান হৃদয়, সংগঠনের সিনিয়র সহ-সভাপতি সিকদার আবদুস সালাম, দফতর সম্পাদক আবুল খায়ের খান, সিনিয়র সদস্য মতিউর রহমান ও হুমায়ুন কবির।
এ সময় বক্তারা দেশ ও জাতির স্বার্থে নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের আহ্বান জানান। সাংবাদিক সমাজের অধিকার আদায়ে ঐক্যবদ্ধ হয়ে কাজ করারও আহ্বান জানানো হয়।
ইফতার মাহফিল আয়োজনে সহযোগিতা করেন ক্যাবল টিভি দর্শক ফোরামের কেন্দ্রীয় মহাসচিব শাহাদাৎ হোসেন মুন্না, সময় টিভির নিউজ প্রেজেন্টার গোলাম রাব্বী, ডেইলি স্টারের সিনিয়র রিপোর্টার চৈতন্য চন্দ্র হালদার, বাসসের রুমানা জামান ও কোষাধ্যক্ষ মোহাম্মদ জিহাদুল ইসলাম।
এসইউ/জেআইএম