নবম ওয়েজ বোর্ড বাস্তবায়নের কাজ শুরু হয়েছে

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি টাঙ্গাইল
প্রকাশিত: ০৮:৫৬ এএম, ২৭ জানুয়ারি ২০১৮

তথ্য প্রতিমন্ত্রী অ্যাডভোকেট তারানা হালিম বলেছেন, নবম ওয়েজ বোর্ড বাস্তবায়নের কাজ শুরু হয়েছে। ইতোমধ্যে তার জন্য ১৩ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে। এ কমিটির ফাইল প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তরের প্রক্রিয়ায় চলছে। শ্রমিকের ঘাম ও শ্রমের উপর দাঁড়িয়ে প্রাসাদ নির্মাণ করা যায় না। আমরা মালিক পক্ষের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছি। মূল্য না দিয়ে মালিকরা রাতারাতি অর্থ-বিত্তবান হবেন এটা হতে পারে না।

শুক্রবার সন্ধ্যায় টাঙ্গাইল প্রেসক্লাবের নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের পরিচিতি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

অনুষ্ঠানে প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি অ্যাডভোকেট জাফর আহমেদের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন টাঙ্গাইল সদর-৫ আসনের এমপি আলহাজ্ব মো. ছানোয়ার হোসেন, পুলিশ সুপার মাহবুব আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ নেছার উদ্দিন জুয়েল, টাঙ্গাইল পৌর মেয়র জামিলুর রহমান মিরন ও জেলা সিনিয়র তথ্য কর্মকর্তা কাজী গোলাম আহাদ।

এছাড়া অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক তানভীর হাসান ছোটমনি, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট এস আকবর খান, দেলদুয়ার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকসহ টাঙ্গাইলের বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।

আরিফ উর রহমান টগর/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।