ঢাকা পোস্ট সম্পাদকের বিরুদ্ধে মামলা, ঢাকসাসের উদ্বেগ

ক্যাম্পাস প্রতিবেদক
ক্যাম্পাস প্রতিবেদক ক্যাম্পাস প্রতিবেদক ঢাকা কলেজ
প্রকাশিত: ০৮:২৬ পিএম, ২১ জানুয়ারি ২০২৩

অনলাইন সংবাদমাধ্যম ঢাকা পোস্ট-এর সম্পাদক মহিউদ্দিন সরকার ও গাইবান্ধা প্রতিনিধি রিপন আকন্দের বিরুদ্ধে মামলা হয়েছে। এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে ঢাকা কলেজ সাংবাদিক সমিতি (ঢাকসাস)।

শনিবার (২১ জানুয়ারি) সংগঠনটির সভাপতি এ জেড ভূঁইয়া আনাস ও সাধারণ সম্পাদক আবদুল হাকিম এ বিষয়ে একটি যৌথ বিবৃতি দেন। এতে মামলাটিকে হয়রানিমূলক ও মিথ্যা উল্লেখ করে তা প্রত্যাহারের দাবি জানান তারা। একই সঙ্গে মামলা প্রত্যাহারের দাবিতে রোববার ঢাকা কলেজের মূল ফটকের সামনে মানববন্ধন করবে ঢাকসাস।

বিজ্ঞাপন

আরও পড়ুন: ১০ বছরে হয়রানি, গুম ও প্রাণনাশের হুমকি পেয়েছেন ২৩১২ সাংবাদিক

বিবৃতিতে ঢাকসাসের নেতারা বলেন, সংবাদ মাধ্যমের স্বাধীনতার প্রশ্নে সাংবাদিকরা যখন সোচ্চার, ঠিক তখনই সরকারের বিভিন্ন মহলে ঘাপটি মেরে থাকা একটি অসাধু চক্র নিজেদের দুর্নীতি ও অপরাধ ঢাকতে সাংবাদিকদের আক্রমণের লক্ষ্যবস্তুতে পরিণত করেছে। ওই চক্রটির কর্মকাণ্ড সরকারের স্বাধীন সংবাদমাধ্যম নীতিকে প্রশ্নবিদ্ধ করছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

সাংবাদিক ও সংবাদ মাধ্যমের বিরুদ্ধে করা সব ‘মিথ্যা ও হয়রানিমূলক’ মামলা প্রত্যাহারের আহ্বান জানিয়ে নেতারা বলেন, স্বাধীন দেশে গণমাধ্যমের ওপর এমন নগ্ন হামলা বন্ধ না হলে সাংবাদিক সমাজ এ ধরনের হয়রানিমূলক মামলা ও নির্যাতনের বিরুদ্ধে রুখে দাঁড়াতে বাধ্য হবে।

আরও পড়ুন: ঢাকা পোস্ট সম্পাদকের বিরুদ্ধে মামলা, ডিইউজের উদ্বেগ

এদিকে মামলা প্রত্যাহারের দাবিতে ঢাকা কলেজ সাংবাদিক সমিতি রোববার (২২ জানুয়ারি) মানববন্ধন করবে। দুপুর দেড়টায় ঢাকা কলেজের মূল ফটকের সামনে এই মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ হবে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

জাগোনিউজের খবর পেতে ফলো করুন

গত বছরের ১৬ নভেম্বর ‘ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মসজিদের টাকা আত্মসাতের অভিযোগ’ শিরোনামে সংবাদ প্রকাশ করে ‘ঢাকা পোস্ট’। সংবাদটির জের ধরে গত ৮ জানুয়ারি ঢাকা পোস্টের সম্পাদক মহিউদ্দিন সরকার ও গাইবান্ধা প্রতিনিধি রিপন আকন্দের নামে গাইবান্ধায় আইসিটি আইনে মামলা করেন চেয়ারম্যান মোসাব্বির।

নাহিদ হাসান/জেডএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।