পানিতে ডুবে শিশুমৃত্যু নিয়ে প্রতিবেদনে পুরস্কার দেবে ‘সমষ্টি’

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৭:২৭ পিএম, ২৩ মে ২০২৩
প্রতীকী ছবি

গণমাধ্যম উন্নয়ন ও যোগাযোগবিষয়ক সংগঠন ‘সমষ্টি’ পানিতে ডুবে শিশুমৃত্যু বিষয়ে গণমাধ্যমে গভীরতাধর্মী প্রতিবেদনকে উৎসাহিত করতে সাংবাদিকদের পুরস্কার দেবে। যুক্তরাষ্ট্রভিত্তিক সংস্থা গ্লোবাল হেলথ অ্যাডভোকেসি ইনকিউবেটরের সহযোগিতায় এ পুরস্কার দেওয়া হবে।

২০২১ সালের জুন থেকে ২০২৩ সালের মে মাসের মধ্যে জাতীয় ও স্থানীয় সংবাদপত্র এবং অনলাইন গণমাধ্যমে এ বিষয়ে প্রকাশিত প্রতিবেদন পুরস্কারের আওতায় আসবে। মঙ্গলবার (২৩ মে) সমষ্টির সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ‌্য জানানো হয়েছে।

আগ্রহী সাংবাদিকের নাম, পদবি, গণমাধ্যমের নাম, ফোন নম্বর, ই-মেইল ও পানিতে ডুবে শিশুমৃত্যু বিষয়ে প্রকাশিত একটি প্রতিবেদনের অনলাইন লিংক বা স্ক্যান কপিসহ [email protected]এ ই-মেইল ঠিকানায় পাঠাতে হবে। প্রতিবেদন পাঠানোর শেষ সময় আগামী ৩১ মে।

আরএমএম/এএএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।