আবারও কাঠগড়ায় আল-জাজিরার ৩ সাংবাদিক


প্রকাশিত: ০২:৩৫ এএম, ০২ জানুয়ারি ২০১৫

মিসরে সাজাপ্রাপ্ত আলাজাজিরার তিন সাংবাদিকের পুনর্বিচারের আদেশ দিয়েছে দেশটির সর্বোচ্চ আদালত। তাদের বিরুদ্ধে মুসলিম ব্রাদারহুডকে সাহায্যের অভিযোগ আনা হয়েছে। বর্তমানে তারা কারাগারে আছেন। তবে পুনর্বিচারের জন্যে নতুন কোনও দিন তারিখ ঠিক করা হয়নি এখনও।

এর আগের বিচারে বিবিসির সাবেক সাংবাদিক পিটার গ্রেস্টাসহ তিনজন সাংবাদিকের সাত থেকে দশ বছরের জেল হয়েছে। জেলখানায় আটক তিন সাংবাদিক - মিশরীয় বংশোদ্ভূত ক্যানাডিয়ান মোহাম্মদ ফাহ্মি, অস্ট্রেলিয়ার নাগরিক পিটার গ্রেস্টা এবং মিশরীয় নাগরিক বাহের মোহাম্মদকে শুনানির সময় আদালতে হাজির করা হয়নি।

কিন্তু মিশরের আপিল আদালত যখন রায় দিল যে এদের নতুন করে বিচার করতে হবে, তখন আদালত কক্ষে উপস্থিত আত্মীয়স্বজনরা হতবাক হয়ে পড়েন। কারণ রায়ের কিছুক্ষণ আগেই বিবাদী পক্ষের কৌঁসুলিরা মনে করছিলেন এই তিন সাংবাদিক জামিন পাবেন এবং সম্ভবত তাদের আজই মুক্তি দেয়া হবে। এদিকে, এ সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতের বাইরে বিক্ষোভ করেছে স্থানীয়রা।  

উল্লেখ্য ২০১৩ সালে মিশরের সামরিক বাহিনীর হাতে সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির ক্ষমতাচ্যুতর সময়ে এই তিন সাংবাদিককে আটক করা হয়। সে সময় তারা আল-জাজিরা টেলিভিশনে কাজ করতেন। তাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয় যে তারা মুরসির অনুগত সংগঠন মুসলিম ব্রাদারহুডকে সাহায্য সহযোগিতা করেছেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।