মিলনকে স্বপরিবারে হত্যার হুমকি


প্রকাশিত: ০২:০৭ পিএম, ১০ জানুয়ারি ২০১৫

জনপ্রিয় কথাসাহিত্যিক ও দৈনিক কালের কণ্ঠের সম্পাদক ইমদাদুল হক মিলনকে সপরিবারে হত্যার হুমকি দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার জীবনের নিরাপত্তা চেয়ে মুন্সীগঞ্জের লৌহজং থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন তিনি। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মিলনের আইনজীবী লাবলু মোল্লা।

লাবলু মোল্লা জানান, ইমদাদুল হক মিলন তার পৈত্রিক বাড়ি লৌহজং উপজেলার মেদেনীমন্ডলে শুক্রবার থেকে একটি বসত-ঘর নির্মাণ শুরু করেছেন। এর পরিপ্রেক্ষিতে কতিপয় স্থানীয় দুর্বৃত্ত মিলনের কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা না দেয়া হলে তাকে এবং তার পরিবারের সবাইকে খুন করে লাশ গুম করে ফেলারও হুমকি দেয় দুর্বৃত্তরা।
 
লৌহজং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তোফাজ্জেল হোসেন বলেন, ইমদাদুল হক মিলনকে হত্যার হুমকির অভিযোগটি সাধারণ ডায়েরি হিসেবে লিপিবদ্ধ করা হয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।