প্রেসক্লাবে সাংবাদিকদের প্রতীকী অনশন


প্রকাশিত: ১১:৫২ এএম, ১৪ মার্চ ২০১৫

জাতীয় প্রেসক্লাব প্রঙ্গণে প্রতীকী অনশন কর্মসূচি পালন করেছেন সাংবাদিকরা। শনিবার সকাল ১১টা থেকে দুপুর পৌঁনে ২টা পর্যন্ত এ কর্মসূচি পালিত হয়।

জানা গেছে, গণমাধ্যম ব্যক্তিত্বদের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহার, বন্ধ গণমাধ্যম খুলে দেওয়া, সাংবাদিক নির্যাতন বন্ধ, সম্প্রচার নীতিমালা বাতিল, সাগর-রুনির প্রকৃত খুনীদের গ্রেফতার এবং মুক্ত ও গণমাধ্যমের স্বাধীনতাসহ বিভিন্ন দাবিতে এ কর্মসূচি পালিত হয়।

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) একাংশ আয়োজিত এ কর্মসূচিতে সাংবাদিক ছাড়াও পেশাজীবীরা অংশ নেয়।

বিএফইউজে সভাপতি শওকত মাহমুদের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন সম্মিলিত পেশাজীবী পরিষদের ভারপ্রাপ্ত আহ্বায়ক রুহুল আমিন গাজী, বিএফইউজে মহাসচিব এম এ আজিজ, ডিইউজে সভাপতি কবি আব্দুল হাই শিকদার, সাবেক সভাপতি আব্দুস শহীদ, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান, জাতীয় প্রেস ক্লাবের সিনিয়র যুগ্ম সম্পাদক কাদের গনি চৌধুরী, বিএফইউজে সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম প্রমুখ।

এএইচ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।