সাংবাদিক আলতাফ মাহমুদের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত


প্রকাশিত: ১১:১৬ এএম, ২৪ জানুয়ারি ২০১৭

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সাবেক সভাপতি সাংবাদিক আলতাফ মাহমুদের প্রথম মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে মঙ্গলবার দুপুরে তার নিজ বাড়ি পটুয়াখালীর গলাচিপা উপজেলার ডাকুয়ায় পারিবারিকভাবে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

এ সময় ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক আবু জাফর সূর্য, সাংবাদিক আব্দুস সালাম আরিফ, সিডফ ফাউন্ডেশনের চেয়ারম্যান নাসির উদ্দিন মাহমুদসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আলতাফ মাহমুদ ২০১৬ সালের ২৪ জানুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান। পরে তার নিজ বাড়ি পটুয়াখালীর গলাচিপা উপজেলার ডাকুয়ায় পারিবারিক কবরস্থানে তার মরদেহ দাফন করা হয়।

মহিব্বুল্লাহ্ চৌধুরী/আরএআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।