নওগাঁয় শীতার্তদের পাশে রাজশাহী বিভাগ সাংবাদিক সমিতি


প্রকাশিত: ১২:২৩ পিএম, ০৩ ফেব্রুয়ারি ২০১৭

নওগাঁর বদলগাছীতে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছে ঢাকাস্থ রাজশাহী বিভাগ সাংবাদিক সমিতি (আরডিজেএডি)।

শুক্রবার বিকেলে উপজেলার বালুভরা ইউনিয়ন পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হুসাইন শওকত প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কম্বল বিতরণ করেন।

বাংলাদেশ ব্যাংক ও ন্যাশনাল ব্যাংকের সহযোগিতায় শীতার্তদের মাঝে এসব কম্বল বিতরণ করা হয়।

স্থানীয় ফ্রেন্ডস গ্র্যাজুয়েট অ্যাসোসিয়েশনের সভাপতি সহকারী অধ্যাপক নাসিম আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাজশাহী বিভাগ সাংবাদিক সমিতির দফতর সম্পাদক  আনোয়ার হোসেন, নওগাঁ জেলা প্রেসক্লাবের সভাপতি কায়েস উদ্দিন, বালুভরা ইউপি চেয়ারম্যান শেখ মো. আয়েন  উদ্দিন, অ্যাসোসিয়েশনের সদস্য সচিব নজরুল ইসলাম, বঙ্গবন্ধু সরকারি কলেজের প্রভাষক মাহমুদুল হাসান হিরু প্রমুখ।

এ সময় আড়াইশ শীতার্তের মাঝে কম্বল বিতরণ করা হয়।

আব্বাস আলী/আরএআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।