বণিক বার্তা’র চট্টগ্রাম ব্যুরো প্রধান আলী হায়দারের ইন্তেকাল


প্রকাশিত: ১২:৪৫ পিএম, ৩০ মার্চ ২০১৫

দৈনিক বণিক বার্তা’র বিশেষ প্রতিনিধি ও  চট্টগ্রামের ব্যুরো প্রধান শেখ আলী হায়দার হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন (ইন্নানিল্লাহে........রাজিউন)। সোমবার দুপুর পৌনে ২টায় তিনি ঢাকার বারডেম হাসপাতালে হৃদরোগের ক্রিয়া বন্ধ হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৬ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই মেয়ে, আত্মীয়স্বজন ও বন্ধুবান্ধব রেখে গেছেন।

১৯৯৭ সালে তিনি চট্টগ্রাম থেকে প্রকাশিত দৈনিক ঈশান পত্রিকার সহ-সম্পাদক হিসেবে সাংবাদিকতা শুরু করেন। ২০০৫  সালে চট্টগ্রাম থেকে প্রকাশিত দৈনিক সুপ্রভাত বাংলাদেশে স্টাফ  রিপোর্টার হিসেবে কাজ শুরু করেন। পরবর্তীতে তিনি ওই পত্রিকার প্রধান প্রতিবেদক হিসেবে দায়িত্ব পালন করেন। ২০১১ সাল থেকে আমৃত্যু তিনি দৈনিক বণিক বার্তার চট্টগ্রাম অফিসের ব্যুরো প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন।

সোমবার সন্ধ্যায় কারওরান বাজারস্থ  দৈনিক বণিক বার্তা’র প্রধান কার্যালয়ে তার প্রথম নামাজে জানাজা শেষে মরদেহ গ্রামের বাড়ি বাগেরহাটে নিয়ে যাওয়া হবে। সেখানে তার দ্বিতীয় জানাজা শেষে কবরস্থ করা হবে বলে বণিক বার্তার চট্টগ্রাম অফিস থেকে জানানো হয়েছে।

এমএএস/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।