সাংবাদিক আইয়ূব আর নেই


প্রকাশিত: ০৫:২১ এএম, ০১ মার্চ ২০১৭

বেসরকারি টেলিভিশন চ্যানেল আরটিভির ব্রাহ্মণবাড়িয়া জেলার নিজস্ব প্রতিবেদক ফখরুল ইসলাম আইয়ূব (৪৭) আর নেই।

বুধবার সকাল ৯টার দিকে জেলার আশুগঞ্জ উপজেলার চরচারতলা ইউনিয়নের চরচারতলা গ্রামের নিজ বাড়িতে তিনি মারা যান।

মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই ছেলে-মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

আশুগঞ্জ প্রেসক্লাবের সহসভাপতি মো. শফিকুল ইসলাম আইয়ূবের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জাগো নিউজকে জানান, সাংবাদিক আইয়ূব দীর্ঘদিন ধরে ‘লিভার সিরোসিস’ রোগে ভুগছিলেন।

বুধবার সকাল ৯টার দিকে তিনি নিজ বাড়িতে শেষ নিশ্বাস ত্যাগ করেন। বাদ আছর মরহুমের জানাজার নামাজ শেষে চরচারতলা গ্রামে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

আজিজুল সঞ্চয়/এফএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।