চলে গেলেন সাংবাদিক বুলু শরীফ


প্রকাশিত: ১১:২২ এএম, ১৮ মার্চ ২০১৭

মাগুরা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক শরীফ আমিরুল হাসান ওরফে বুলু শরীফ শনিবার দুপুরে মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ... রাজিউন)।

তার বয়স হয়েছিল ৬৭ বছর। তিনি স্ত্রী, এক ছেলে, দুই মেয়ে ও অসংখ্য শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।

সাংবাদিক বুলু শরীফের বাবার নাম মো. হোসেন আহম্মদ। বুলু শরীফ বাংলাভিশন, বাংলাদেশ বেতার ও দৈনিক যুগান্তরে মাগুরা জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন।

নিজের প্রতিষ্ঠিত প্রিয় প্রেসক্লাবে কর্মরত অবস্থায় মারা গেলেন তিনি। তার মৃত্যুতে জেলার সর্বস্তরের মানুষের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। বাদ এশা মাগুরা সরকারি কলেজ ময়দানে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।

আরাফাত হোসেন/এআরএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।