ইতালি বাংলা প্রেসক্লাব ও সাংবাদিক সমিতির শোক


প্রকাশিত: ১১:১৫ এএম, ১৯ এপ্রিল ২০১৫

দৈনিক যুগান্তরের জেলা প্রতিনিধি, চাঁদপুর প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ও দৈনিক চাঁদপুর কণ্ঠের নির্বাহী সম্পাদক আলহাজ মির্জা জাকিরের বাবা ডা. মির্জা শহীদ উল্লাহর মৃত্যুতে ইতালি বাংলা প্রেসক্লাব ও সাংবাদিক সমিতির নেতৃবৃন্দ যৌথভাবে শোক প্রকাশ করেছেন।

তারা মহান আল্লাহর কাছে মরহুমের রুহের মাগফেরাত কামনা করেছেন।

শোক সন্তপ্ত পরিবারের জন্য সমবেদনা জ্ঞাপন করেন প্রবাসী সাংবাদিক মনিরুজ্জামান মনির, হাবিবুর রহমান চুন্নু, শাওন আহমেদ, আব্দুল মান্নান হীরা, রিয়াজ হোসেন, এম এম হক রাজু, ইসতেকফার তৌফিক, জামিল আলম, ইফতেরুল কনক, জমির হোসেন প্রমুখ।

এছাড়াও ইতালি চাঁদপুর জেলা সমিতির পক্ষে মোজ্জামেল হক পাটওয়ারী শোকাবহ পরিবারের প্রতি শোক বার্তা প্রকাশ করেন।

এমজেড/এমএএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।