শাবান মাহমুদের মা আর নেই


প্রকাশিত: ০৫:০৪ পিএম, ২৬ মার্চ ২০১৭

ঢাকা সাংবা‌দিক ইউনিয়‌নের (ডিইউজে) সভাপ‌তি শাবান মাহমুদের মা বেগম মমতাজ জাহা‌ন আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্নালিল্লাহি রাজিউন)।

রোববার দিনগত রাত ১০টা ৪০ মি‌নি‌টে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। বিএসএমএমইউ‌-এর নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ‌)-এ চি‌কিৎসাধীন ছিলেন তিনি।

পারিবারিক সূত্রে জানা গেছে, কিডনিসহ বার্ধক্যজনিত বিভিন্ন রোগব্যাধিতে ভুগছিলেন তিনি।

মৃত্যুকালে তিনি ছয় ছেলে ও এক মেয়ে, নাতি নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

তার এ মৃত্যুতে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) সভাপতি মনজুরুল আহসান বুলবুল ও মহাসচিব ওমর ফারুক এবং ডিইউজে সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরী এক বিবৃতিতে গভীর শোক প্রকাশ ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও বিদেহি আত্নার মাগফেরাত কামনা করেছেন।

এমইউ/আরএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।