সাংবাদিক ফারুক আহমেদ পিনুর ইন্তেকাল

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুষ্টিয়া
প্রকাশিত: ০৮:৩৯ এএম, ০৯ আগস্ট ২০১৭

এনটিভির কুষ্টিয়া প্রতিনিধি ফারুক আহমেদ পিনু (৫৩) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে ওয়া ইন্নালিল্লাহে রাজিউন)।

মঙ্গলবার রাতে কলকাতার মুকুন্দপুরে রবীন্দ্রনাথ ঠাকুর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক কন্যা ও এক ছেলে রেখে গেছেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, ফারুক আহমেদ পিনু বেশ কিছুদিন যাবৎ কিডনিজনিত রোগ ও ডায়াবেটিসে ভুগছিলেন। কয়েকদিন আগে চেকআপের জন্য ভারতে যান তিনি।

বুধবার তার মরদেহ দেশে আনা হতে পারে বলে জানিয়েছেন কলকাতায় অবস্থানরত জনকণ্ঠের কুষ্টিয়া প্রতিবেদক এম এ রকিব।

এদিকে সাংবাদিক ফারুক আহমেদ পিনুর মৃত্যুতে কুষ্টিয়ায় সাংবাদিকদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। সংবাদ পেয়ে রাতেই আত্মীয়-স্বজনসহ দীর্ঘদিনের সহকর্মীরা তার কুষ্টিয়া শহরের ঈদগাহপাড়ার বাড়িতে সমবেদনা জানাতে ভিড় জমান।

সাংবাদিক পিনুর মৃত্যুতে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ এমপি, কুষ্টিয়া প্রেসক্লাব সভাপতি আবদুর রশিদ চৌধুরী, সাধারণ সম্পাদক আল-মামুন সাগরসহ বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করে সমবেদনা জ্ঞাপন করেছেন।

আল-মামুন সাগর/এমএমজেড/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।