বছর পেরিয়ে এটিএন মিউজিক
প্রতিষ্ঠার এক বছর পার করলো এটিএন মিউজিক। বাংলাদেশসহ বিশ্বের সকল প্রবাসী বাংলা ভাষাবাসীদের কাছে বাংলা সংঙ্গীত ও শিল্প সংকৃতির সমৃদ্ধ দ্বার উন্মোচন করার প্রয়াস নিয়ে গত বছর যাত্রা শুরু করেছিল অনলাইন টেলিভিশন চ্যানেল এটিএন মিউজিক ডট টিভি।
বাংলাদেশের সর্বপ্রথম ২৪ ঘন্টার এই অনলাইন মিউজিক চ্যানেল গত এক বছরে দর্শকদের জন্য বিভিন্ন ধরনের বিনোদনমূলক অনুষ্ঠান প্রচার করেছে। “আড্ডা গানে ক্যাম্পাসে” শিরোনাম অনুষ্ঠানের মাধ্যমে বাংলাদেশের বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয় এর নতুন সম্ভাবনাময়ী, মেধাবী ও সুযোগ বঞ্চিত সঙ্গীত শিল্পীদের নিয়ে কাজ করছে এটিএন মিউজিক ডট টিভি। সংবাদ বিজ্ঞপ্তি।
এএইচ/এমএস