বুঝেশুনে সাংবাদিকতায় আসতে হবে

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৪:২২ এএম, ২০ ডিসেম্বর ২০১৭

বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের মহাপরিচালক শাহ আলমগীর বলেছেন, ‘ভালো সাংবাদিক হতে হলে পেশার প্রতি কমিটমেন্ট থাকতে হবে। এই কমিটমেন্ট তার নিজের জন্য এবং ভালো কিছু করার জন্য। সেজন্য বুঝেশুনে এই পেশায় আসতে হবে।’

মঙ্গলবার বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটে আয়োজিত সাংবাদিকতায় তিন দিনের বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

শাহ আলমগীর বলেন ‘সাংবাদিকদের কলম ছুরির চেয়েও বেশি ক্ষুরধার। একটি কলমের খোঁচায় একজন ব্যক্তির সারা জীবনের অর্জন নষ্ট হতে পারে। তাই সাংবাদিকদের তথ্য পরিবেশনের আগে চিন্তা করতে হবে এই সংবাদ কতটা বস্তুনিষ্ঠ।’

তরুণ সাংবাদিকদের উদ্দেশ্য করে তিনি বলেন, ‘সাংবাদিকতা পেশা ঝুঁকিপূর্ণ। এই পথে শত প্রলোভন। সাংবাদিকরা এই প্রলোভনে পা দিলে সে তার কমিটমেন্ট রাখতে পারবে না।’

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের বিভাগীয় প্রধান মো. মফিজুর রহমান বলেন, ‘আমাদের দেশের প্রথিতযশা সাংবাদিকদের বেশির ভাগেরই সাংবাদিকতায় প্রাতিষ্ঠানিক ডিগ্রি ছিল না। তারা কাজ করতে করতেই শিখেছেন। কিন্তু এখন সাংবাদিকতায় অ্যাকাডেমিক বিষয় যুক্ত হয়েছে। তাই আমি বলবো যারা প্রাতিষ্ঠানিকভাবে শিখে সাংবাদিকতায় এসেছেন তারা দ্রুত সফল হবেন।’

পিআইবির সহকারী প্রশিক্ষক নাসিমূল আহসানের সঞ্চালনায় সমাপনী অনুষ্ঠানে আরও বক্তৃতা করেন, অধ্যায়ন ও প্রশিক্ষণ বিভাগের পরিচালক আনোয়ারা বেগম এবং পিআইবির পরিচালনা বোর্ডের সদস্য স্বপন সাহা।

অনুষ্ঠানে বুনিয়াদি প্রশিক্ষণে অংশ নেয়া ৩৫ শিক্ষার্থীদের হাতে সনদ তুলে দেয়া হয়।

উল্লেখ্য, অনলাইনে আবেদনকারী গণমাধ্যমকর্মীদের নিয়ে ১৭ ডিসেম্বর থেকে দ্বিতীয়বারের মতো সাংবাদিকতায় বুনিয়াদি প্রশিক্ষণের আয়োজন করা হয়েছিল। পিআইবি এই ধরনের আরও ৯৮টি কোর্সের আয়োজন করবে। এসব কোর্সে অংশ নেয়ার জন্য অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। যারা বিভিন্ন গণমাধ্যমে কর্মরত আছেন তাদেরকে অগ্রাধিকার দেয়া হবে। বিস্তারিত জানা যাবে এই ঠিকানায়: http://www.pib.gov.bd/

এআরএস/আইআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।