ক্র্যাবে সালেহ আকন ও সরোয়ার আলম পুনর্নির্বাচিত

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০১:২৮ পিএম, ৩০ ডিসেম্বর ২০১৭

বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) নির্বাচনে আবারও নয়া দিগন্তের প্রতিবেদক আবু সালেহ আকন সভাপতি ও কালের কণ্ঠের সরোয়ার আলম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। শনিবার সন্ধ্যায় ভোট গণনা শেষে এ ফলাফল ঘোষণা করা হয়।

নির্বাচনে আবু সালেহ আকন পেয়েছেন ১২৪ ভোট। তার নিকটতম প্রার্থী ইসারফ হোসেন ঈসা ১০৪ ভোট পেয়েছেন। সাধারণ সম্পাদক পদে সরোয়ার আলম পেয়েছেন ১২৯ ভোট। তার নিকটতম প্রার্থী দীপু সারোয়ার ১০৪ ভোট পেয়েছেন।

সহ-সভাপতি পদে মাসুম মিজান ১১৭ ভোট, যুগ্ম সাধারণ সম্পাদক পদে এস এম নূরুজ্জামান ১৪৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে ১১৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন খালিদ আহমেদ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামশেদ নাজিম পেয়েছেন ১১১ ভোট।

এছাড়াও অর্থ সম্পাদক পদে আজিজুল হাকিম, সাংগঠনিক সম্পাদক পদে এমএম বাদশা, প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক পদে শাহরিয়ার আরিফ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে আসলাম রহমান, দফতর সম্পাদক পদে রুদ্র রাসেল এবং কার্যনির্বাহী সদস্য পদে আলাউদ্দিন আরিফ, খন্দকার হানিফ রাজা এবং মোহাম্মদ জাকারিয়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন।

সদস্য পদে সর্বোচ্চ ১৫৯ ভোট পেয়ে প্রথম হয়েছেন আলাউদ্দিন আরিফ। অন্য দুই সদস্য হানিফ রাজা ৮৭ এবং মোহাম্মদ জাকারিয়া ৭৮ ভোট পেয়েছেন।

ক্র্যাবের মোট ভোটার ২৪৫ জন। এদের মধ্যে ২৩৩ জন ভোট দিয়েছেন। একটি ভোট বাতিল ঘোষণা করা হয়েছে।

এআর/বিএ/আরআইপি/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।