সাংবাদিক হুমায়ুন কবীর খোকন গুরুতর অসুস্থ
দৈনিক সময়ের আলো পত্রিকার সিটি এডিটর ও চিফ রিপোর্টার সিনিয়র সাংবাদিক হুমায়ুন কবীর খোকন গুরুতর অসুস্থ। তিনি শ্বাসকষ্টজনিত রোগে ভুগছেন। বর্তমানে তিনি রাজধানীর উত্তরার রিজেন্ট হাসপাতালের আইসিইউতে রয়েছেন।
ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাংগঠনিক সম্পাদক ও সময়ের আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক হাবিবুর রহমান বলেন, ‘হুমাযুন কবীর খোকনের করোনার কিছু লক্ষণ রয়েছে। এখন আইসিইউতে রয়েছেন। তবে করোনার টেস্ট এখনও করা হয়নি।’
বৃহত্তর কুমিল্লা সাংবাদিক সমিতির সভাপতি হুমায়ুন কবীর খোকন আগে আমাদের সময়সহ বিভিন্ন পত্রিকায় সুনামের সঙ্গে কাজ করেছেন।
এইচএস/এএইচ/এমএস