মানিকগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি ছানু সম্পাদক বিপ্লব

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মানিকগঞ্জ
প্রকাশিত: ১২:৩৩ পিএম, ২৯ জুন ২০২১

মানিকগঞ্জ প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে দৈনিক জনকণ্ঠের নিজস্ব প্রতিবেদক ও চ্যানেল আইয়ের মানিকগঞ্জ প্রতিনিধি গোলাম ছারোয়ার ছানু সভাপতি ও দৈনিক সমকালের অতিন্দ্র চক্রবর্তী বিপ্লব সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

সোমবার (২৮ জুন) বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত মানিকগঞ্জ প্রেস ক্লাবের সম্মেলন কক্ষে নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে দৈনিক কালের কণ্ঠ ও একুশে টেলিভিশনের মানিকগঞ্জ প্রতিনিধি সাব্বিরুল ইসলাম সাবু, দৈনিক যুগান্তরের মতিউর রহমান ও দৈনিক প্রথম আলোর আব্দুল মোমিন নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন।

অন্যান্য পদে নির্বাচিতরা হলেন, সহ-সভাপতি আহমেদ সাব্বির সোহেল (এনটিভি), গাজী ওয়াজেদ আলম (মাছরাঙ্গা টিভি), যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মিহির (একাত্তর টিভি), সহ-সম্পাদক রিপন আনসারী (জি টিভি), কোষাধ্যক্ষ শাহিনুল ইসলাম তারেক (দৈনিক ইনকিলাব), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক সালাউদ্দিন রিপন (মোহনা টিভি), প্রচার ও প্রকাশনা সম্পাদক খন্দকার সুজন হোসেন (বার্তা২৪.কম) এবং দফতর সম্পাক ইউসুফ আলী (চ্যানেল ২৪)।

এর আগে জেলা ক্রীড়া সংস্থা মিলনায়তনে মানিকগঞ্জ প্রেস ক্লাবের দ্বি বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

বি এম খোরশেদ/ এএইচ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।