সিএমজেএফ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড পেলেন জাগো নিউজের সাঈদ শিপন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৯:৩১ পিএম, ১৫ ডিসেম্বর ২০২১

ক্যাপিটাল মার্কেট জার্নালিস্ট ফোরাম (সিএমজেএফ) আয়োজিত শ্রেষ্ঠ প্রতিবেদন প্রতিযোগিতায় বিজয়ী হয়েছেন জাগো নিউজের নিজস্ব প্রতিবেদক সাঈদ শিপন।

অনলাইন বিভাগে ‘অভিনব অর্থপাচারে প্রাইম ইন্স্যুরেন্স’ শীর্ষক প্রতিবেদনের জন্য তিনি এ পুরস্কার পান।

বুধবার রাতে রাজধানীর গুলশানে অবস্থিত হোটেল ওয়েস্টিনে এক অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়।

jagonews24

প্রিন্ট, টিভি ও অনলাইন- এ তিন বিভাগে ৩ জন বিজয়ী প্রতিবেদকের নাম ঘোষণা করা হয়।

টেলিভিশন বিভাগে বিজয়ী হয়েছেন যমুনা টেলিভিশনের সিনিয়র রিপোর্টার আলমগীর হোসেন। প্রিন্ট মিডিয়া বিভাগে বিজয়ী হয়েছেন ইংরেজি দৈনিক ডেইলি স্টারের স্টাফ রিপোর্টার আহসান হাবীব রাসেল।

jagonews24

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে ক্রেস্ট ও প্রাইজ মানি তুলে দেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন নিউজ বাংলার সম্পাদকমণ্ডলির সভাপতি চৌধুরী নাফিজ সারাফাত, জুরি বোর্ডের চেয়ারম্যান ও বিএসইসির সাবেক কমিশনার অধ্যাপক স্বপন কুমার বালা, বেসিসের সাবেক সভাপতি শামীম আহসান, সিএমজেএফ সভাপতি হাসান ইমাম রুবেল, সাধারণ সম্পাদক মনির হোসেন প্রমুখ।

এমএএস/এমএইচআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।