মৃত্যুদণ্ডপ্রাপ্ত আশরাফের আশুলিয়া প্রেস ক্লাবের সদস্যপদ বাতিল

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সাভার (ঢাকা)
প্রকাশিত: ১২:৪০ এএম, ১৯ ফেব্রুয়ারি ২০২২
আশরাফ হোসেন কামাল

তথ্য গোপন করে সদস্য হওয়ায় স্ত্রী হত্যার দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি আশরাফ হোসেন কামালের সদস্যপদ স্থায়ীভাবে বাতিল করেছে আশুলিয়া প্রেস ক্লাব।

শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) রাতে বিষয়টি নিশ্চিত করেন আশুলিয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম লিটন। এরই মধ্যে আশুলিয়া প্রেস ক্লাবের ফেসবুক আইডিতে এ সংক্রান্ত একটি নোটিশ দেওয়া হয়েছে।

নোটিশে বলা হয়, তথ্য গোপন করে সদস্য ও দণ্ডপ্রাপ্ত আসামি হওয়ায় আশরাফ হোসেন কামালের সদস্যপদ স্থায়ীভাবে বাতিল করা হলো।

এ বিষয়ে আশুলিয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম লিটন জাগো নিউজকে বলেন, সংবাদমাধ্যম ও র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে আশরাফ হোসেন কামালের বিষয়টি আমাদের নজরে আসে। পরে কার্যনির্বাহী মিটিংয়ের মাধ্যমে তার সদস্যপদ স্থায়ীভাবে বাতিল করা হয়।

প্রসঙ্গত, গতরাতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি আশরাফ হোসেন কামালকে সাভার থেকে গ্রেফতার করে র‍্যাব-১১। তিনি আশুলিয়া এলাকায় এসে ২০০৬ সালে সাপ্তাহিক মহানগর বার্তার সহকারী সম্পাদক হিসেবে যুক্ত হন। এরপর ২০০৯ সালে আশুলিয়া প্রেস ক্লাবের সদস্যপদ লাভ করেন।

মাহফুজুর রহমান নিপু/এমএএইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।