জগলুল আহমেদের মৃত্যুতে সাংবাদিক নেতাদের শোক


প্রকাশিত: ০৪:৫৩ এএম, ৩০ নভেম্বর ২০১৪

বিশিষ্ট সাংবাদিক ও আন্তর্জাতিক সংবাদ বিশ্লেষক জগলুল আহমেদ চৌধুরীর মৃত্যুতে গভীর শোক জানিয়েছে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)।

এক শোকবার্তায় শনিবার বিএফইউজের সভাপতি মনজুরুল আহসান বুলবুল ও মহাসচিব আবদুল জলিল ভূঁইয়া এবং ডিইউজে সভাপতি আলতাফ মাহমুদ ও সাধারণ সম্পাদক কুদ্দুস আফ্রাদ মরহুমের রূহের মাগফিরাত কামনা করেন। তারা শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান। নেতৃবৃন্দ বলেন, জগলুল আহমেদের মৃত্যুতে সাংবাদিকতা জগতে যে শূন্যতার সৃষ্টি হয়েছে, তা অপূরণীয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।