র‌্যাকের সভাপতি ফয়েজ, সম্পাদক জেমসন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৬:৪৭ পিএম, ২৩ ডিসেম্বর ২০২২
আহম্মদ ফয়েজ ও জেমসন মাহবুব

দুর্নীতি দমন কমিশন (দুদক) বিটে কর্মরত সাংবাদিকদের সংগঠন রিপোর্টার্স এগেইনস্ট করাপশনের (র‌্যাক) কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি পদে নিউ এজের সিনিয়র রিপোর্টার আহম্মদ ফয়েজ ও সাধারণ সম্পাদক পদে একাত্তর টেলিভিশনের সিনিয়র রিপোর্টার জেমসন মাহবুব নির্বাচিত হয়েছেন। আর দপ্তর সম্পাদক নির্বাচিত হয়েছেন বাংলানিউজ২৪ সিনিয়র করেসপন্ডেন্ট সৈয়দ ঋয়াদ।

শুক্রবার (২৩ ডিসেম্বর) বিকালে রাজধানীর সেগুনবাগিচার একটি রেস্টুরেন্টে সংগঠনের সদস্যরা বার্ষিক সাধারণ সভার মাধ্যমে র‌্যাকের নতুন নেতৃত্ব নির্বাচন করেন। এদিন দুপুর ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলে ভোটগ্রহণ।

সংগঠনটির সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন আবুল কাশেম ও রফিকুজ্জামান, যুগ্ম সাধারণ সম্পাদক পদে প্রথম হয়েছেন এশিয়ান টিভির সিনিয়র রিপোর্টার সাফি উদ্দিন আহেমদ, কালের কণ্ঠের সিনিয়র রিপোর্টার হাসিব বিন শহিদ ও মাই টিভির মাহবুব সৈকত দুজনেই সমান ভোট পেয়ে যুগ্মভাবে বিজয়ী হয়েছেন।

দ্য বিজনেস পোস্টের সিনিয়র রিপোর্টার সোলাইমান সালমান সাংগঠনিক সম্পাদক, নিউজ টোয়েন্টিফোরের তাসলিমুল আলম তৌহিদ কোষাধ্যক্ষ, আরটিভির আতিকার রহমান প্রচার ও প্রকাশনা সম্পাদক, আজকের পত্রিকার নিজস্ব প্রতিবেদক মারুফ কিবরিয়া প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক, বশির হোসেন খান কল্যাণ সম্পাদক, নিউজ টোয়েন্টিফোরের আলী তালুকদার সাংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক নির্বাচিত হয়েছেন।

এছাড়া কার্যনির্বাহী সদস্য পদে বিজয়ীরা হলেন- সংবাদের সাইফ বাবলু, দৈনিক বাংলার মোর্শেদ নোমান, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের রিশাদ হুদা, দৈনিক আমাদের সময়ের তাবারুল হক, সফিক শাহিন, মানবজমিনের রাশিম মোল্লা ও তরিকুল ইসলাম সুমন।

ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সভাপতি মুরসালিন নোমানী, ঢাকা সাংবাদিক ইউনিয়নের দুই অংশের সাধারণ সম্পাদক আক্তার হোসেন ও শহিদুল ইসলাম তিন সদস্যের কমিশন নির্বাচন পরিচালনা করেন। এসময় রিপোর্টার্স এগেইন্সট করাপশনের গত দুইবারের সভাপতি মহি উদ্দীন ও তাওহীদ সৌরভসহ জাতীয় প্রেস ক্লাব, ঢাকা রিপোর্টার্স ইউনিটি, ইকোনমিক রিপোর্টার্স ফোরাম, ঢাকা সাংবাদিক ইউনিয়ন, ক্রাইম রিপোর্টার অ্যাসোসিয়েশনের সদস্যরা উপস্থিত ছিলেন।

এসএম/আরএডি/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।