ক্র্যাব ক্রিকেটে চ্যাম্পিয়ন ডমিনেটর্স, রানার্সআপ টুডেস ক্রাইম
বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব) আয়োজিত নগদ-ক্র্যাব ক্রিকেট টুর্নামেন্ট চ্যাম্পিয়ন হয়েছে টিম ডমিনেটর্স। ফাইনালে টুডেস ক্রাইম টপ টেনজকে হারিয়ে তারা শিরোপা জিতে নেয়।
ফাইনালের সেরা খেলোয়াড় নির্বাচিত হন ডমিনেটর্সের শাহরিয়ার হাসান। আর টুডেস ক্রাইমের মনি আচার্য হয়েছেন ম্যান অব দ্য টুর্নামেন্টে।
এবারের প্রতিযোগিতায় অংশ নেয়া টিমগুলো হলো- ক্র্যাব ইসি, এফবিআই, টুডেস ক্রাইম টপ টেনজ, ইন্টারপোল, সাদা দল, এভারগ্রিন, টিম রাডার, ডমিনেটর্স, টিম অলরাউন্ডার ও নিউ ভিশন। খেলার সার্বিক পরিচালনার দায়িত্বে ছিলেন ক্র্যাবের ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক এসএম মিন্টু হোসেন।
সোমবার সকালে পল্টন মাঠে ক্রিকেট খেলা উদ্বোধন করেন নগদ লিমিটেডের হেড অব পাবলিক কমিউনিকেশনস মুহাম্মদ জাহিদুল ইসলাম। এতে সভাপতিত্ব করেন ক্র্যাব সভাপতি মির্জা মেহেদী তমাল। সঞ্চলানায় ছিলেন ক্র্যাব সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বিকু। এছাড়াও উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান ও নির্বাহী সদস্য আমানুর রহমান রনি প্রমুখ।
ডমিনেটর্সের খেলোয়াড়রা হলেন- রাশেদ নিজাম (অধিনায়ক), জিয়া খান, রফিকুল ইসলাম রাফি, মনিরুল ইসলাম, মুনতাকিম সাদ, সাব্বির আহমেদ, আশিক মাহমুদ, সাইফুল জুয়েল, শাহরিয়ার হাসান ও দিপন দেওয়ান।
টুডেস ক্রাইম টপ টেনজের খেলোয়াড়রা হলেন- জসীম উদ্দিন মাহির (অধিনায়ক), আরেফিন তানজিব, শেখ জাহাঙ্গীর আলম, শাওন খন্দকার, তৌহিদুজ্জামান তন্ময়, প্রশান্ত মিত্র, রাফসান জানি, মনি আচার্য ও আদনান রহমান।
টিটি/বিএ/এমএস