কোর্ট রিপোর্টার্স ইউনিটির সভাপতি হাসিব, সম্পাদক জাহাঙ্গীর

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৪:২২ পিএম, ৩১ জানুয়ারি ২০২৩
হাসিব বিন শহিদ ও জাহাঙ্গীর আলম

কোর্ট রিপোর্টার্স ইউনিটির (সিআরইউ) আগামী দুই বছরের জন্য (২০২৩-২০২৪) ১১ সদস্যের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা হয়েছে। কমিটিতে কালের কণ্ঠের জ্যেষ্ঠ প্রতিবেদক হাসিব বিন শহিদকে সভাপতি ও জাগো নিউজের জ্যেষ্ঠ প্রতিবেদক জাহাঙ্গীর আলমকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

মঙ্গলবার (৩১ জানুয়ারি) ঢাকার নিম্ন আদালত প্রাঙ্গণে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে সাধারণ সভায় সংগঠনের উপদেষ্টা ও প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট প্রশান্ত কুমার কর্মকার এ কমিটি ঘোষণা করেন।

কমিটির অন্য সদস্যরা হলেন সহ-সভাপতি পদে একাত্তর টেলিভিশনের জ্যেষ্ঠ প্রতিবেদক নাদিয়া শারমিন, যুগ্ম সাধারণ সম্পাদক পদে রাইজিং বিডির নিজস্ব প্রতিবেদক মামুন খান, সাংগঠনিক সম্পাদক পদে কালবেলার নিজস্ব প্রতিবেদক মাসুদ রানা, কোষাধ্যক্ষ পদে সারাবাংলা ডটনেটের নিজস্ব প্রতিবেদক আরিফুল ইসলাম, দপ্তর সম্পাদক পদে ঢাকা পোস্টের নিজস্ব প্রতিবেদক নাইমুর রহমান নাবিল, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে জনবাণীর নিজস্ব প্রতিবেদক আজহারুল ইসলাম সুজন, তথ্যপ্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক পদে ভোরের কাগজের নিজস্ব প্রতিবেদক রকি আহমেদ।

এছাড়া কমিটিতে কার্যনির্বাহী সদস্য হিসেবে দ্য ডেইলি স্টারের প্রতিবেদক এমরুল হাসান বাপ্পী ও মানবজমিনের নিজস্ব প্রতিবেদক রাশিম মোল্লাকে মনোনীত করা হয়েছে।

জেএ/জেডএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।